For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'একদিনে সমস্যা মিটবে না', শাহিনবাগ থেকে ফিরে দাবি সুপ্রিমকোর্টের মধ্যস্থতাকারীদের

  • |
Google Oneindia Bengali News

দুই সদস্যের মধ্যস্থতাকারীরা এদিন সিএএ ঘিরে উত্তপ্ত শাহিনবাগে পৌঁছলেন। গত একমাসেরও বেশি সময় ধরে সিএএ নিয়ে বিক্ষোভে উত্তাল গোটা শাহিনবাগ। আর তার জেরেই সুপ্রিম কোর্ট জটিলতা কাটাতে একটি মধ্যস্থতাকারী দলকে নির্দেশ দেন শাহিনবাগ পৌঁছতে। আর সেই নির্দেশ মতো শাহিনবাগে মধ্যস্থতাকারী দল এদিন পৌঁছে যায়।

 দুই সদস্যের দল শাহিনবাগে পৌঁছলেন

দুই সদস্যের দল শাহিনবাগে পৌঁছলেন

'আসুন সকলে মিলে আলোচনা করে সমস্যার সমাধান করি', শাহিনবাগে পৌঁছে এমনই বক্তব্য রাখেন মধ্যস্থতাকারী সাধনা রামচন্দ্রন ও সঞ্জয় হেগড়ে। তাঁরা এদিন বিক্ষভে উত্তাল শাহিনবাগে পৌঁছেই জানান যে সেখানে বিক্ষোভরত সকলের সঙ্গে তাঁরা কথা বললে চান। এদিন ফেরার সময় মধ্যস্থতাকারীরা বলেন,'একদিনে সমস্যা মিটবে না'।

কোন বার্তা মধ্যস্থতাকারীদের?

কোন বার্তা মধ্যস্থতাকারীদের?


এদিন দুই মধ্যস্থতাকারী সাধনা রামচন্দ্রন ও সঞ্জয় হেগড়ে জানিয়েছেন, 'সুপ্রিম কোর্ট আপনাদের প্রতিবাদের অধিকারকে স্বীকার করে। তবে এই বিক্ষোভ চলাফেরার রাস্তায় বাধা তৈরি করছে। এতে সাধরাণ মানুষের নিত্যদিনের জীবনে সমস্যা তৈরি হচ্ছে। .. ' মধ্যস্থতাকারীরা বলেন, মানুষের নিত্যদিনের বাঁচার অধিকার ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাঁদের দাবি, দেশের নাগরিক হিসাবে প্রত্যেকেরই উচিত , পরস্পরের অধিকারকে সম্মান জানানো।

গণতন্ত্র ও মধ্যস্থতাকারীদের বার্তা

এদিন শাহিনবাগ পৌঁছে মধ্যস্থতাকারীরা বলেন, গণতান্ত্রিক অধিকারে প্রতিবাদ করারও একটা নির্দিষ্ট সীমা রয়েছে। সেটি যেন অন্য কারোর জীবনযাপনকে ব্যহত না করে সেদিকেও নজর রাখতে হবে। সুর নরম করে মধ্যস্থতাকারীদের বক্তব্য, 'যদি সকলেই রাস্তায় আসতে থাকেন আর প্রতিবাদে দিল্লির বিভিন্ন অংশে প্রতিবাদে সামিল হন, তাহলে দিল্লি তো স্তব্ধ হয়ে যাবে। ...' এভাবেই এদিন তাঁরা বিক্ষোভে উত্তাল শাহিনবাগকে আলোচনার রাস্তায় নিয়ে আসার চেষ্টা করেন।

English summary
SC appointed mediators meet protesters at Shaheen Bagh says lets resolve the issue .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X