For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯ সালে এসবিআইয়ে অনাদায়ী ঋণের পরিমান বেড়ে গিয়েছে

দেশের আর্থিক মন্দদশা প্রভাব ফেলেছে ব্যাঙ্কিং ক্ষেত্রেও। ২০১৯ আর্থিক বর্ষে ১২০০০ কোটি টাকা অনাদায়ী ঋণের পরিমান বেড়েছে।

Google Oneindia Bengali News

দেশের আর্থিক মন্দদশা প্রভাব ফেলেছে ব্যাঙ্কিং ক্ষেত্রেও। ২০১৯ আর্থিক বর্ষে ১২০০০ কোটি টাকা অনাদায়ী ঋণের পরিমান বেড়েছে। আরবিআইয়ের হিসেব বলছে চলতি বছরে এসবিআইয়ে গড় অনাদায়ী ঋণের পরিমান ১১,৯৩২ কোটি টাকা। ২০১৮-১৯ অর্থবর্ষে এসবিআই লাভের হিসেব দেখিয়েছিল ৮৬২ কোটি টাকা। মে-মাসে দেখান সেই লাভের হিসেব ক্রমশ কমতে শুরু করেছে। অনাদায়ী ঋণের পরিমান দফায় দফায় বেড়েছে।

২০১৯ সালে এসবিআইয়ে অনাদায়ী ঋণের পরিমান বেড়ে গিয়েছে

চলতি আর্থিক বর্ষে তৃতীয় ত্রৈমাসিক হিসেবে অনাদায়ী ঋণের পরিমান ছিল ৩,১৪৩ কোটি টাকা। গত কয়েকমাসে সেই অনাদায়ী ঋণের পরিমান আরও বেড়েছে। আগেই নিয়ে এসবিআইকে সতর্ক করেছিল রিজার্ভ ব্যাঙ্ক। পরিস্থিতি মোকাবিলায় শেষে সেবির শরণাপন্ন হয়েছে ‌এসবিআই।

এদিকে একাধিক ব্যাঙ্কের সংযুক্তিকরণ এবং শেয়ার বাজারে একাধিক ব্যাঙ্কের শেয়ার পড়তে শুরু করায় রাষ্ট্রায়াত্ব ব্যাঙ্ক গুলির অবস্থায় খারাপ। এই নিয়ে মোদী সরকারের আর্থিক নীতিকেই দায়ী করেছেন বিরোধীরা। এমনকী রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজনও মোদী সরকারের ব্যাঙ্কিং নীতির সমালোচনা করেছেন।

English summary
SBI's indebtedness has increased in the 2019 financial year
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X