For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এসবিআই এমসিএলআরের ১৫ বেসিস পয়েন্ট কমালো, এর প্রভাব পড়বে গৃহঋণে

এসবিআই এমসিএলআরের ১৫ বেসিক পয়েন্ট কমালো, এর প্রভাব পড়বে গৃহঋণে

Google Oneindia Bengali News

এই লকডাউনের মাঝে ভালো খবর শোনাল দেশের বৃহত্তম ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (‌এসবিআই)‌। বৃহস্পতিবারই এসবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে মারজিনাল কস্ট অফ ফান্ডস ভিত্তিক লেন্ডিং রেট (এমসিএলআর)‌ ১৫ বেসিক পয়েন্ট কমানো হয়েছে। এর অর্থ ঋণের ওপরে ১৫ বেসিক পয়েন্ট সুদ কমালো এই ব্যাঙ্ক।

এসবিআই এমসিএলআরের ১৫ বেসিস পয়েন্ট কমালো, এর প্রভাব পড়বে গৃহঋণে


এই পদক্ষেপের ফলে, ১০ মে থেকে কার্যকর হয়ে বেঞ্চমার্ক ঋণ দেওয়ার হার বার্ষিক ৭.৪০ শতাংশ থেকে নেমে ৭.২৫ শতাংশে নেমে আসবে। এক বিবৃতিতে এসবিআই জানিয়েছে, এই নিয়ে উপর্যুপরি ১২ বার কমানো হলো এমসিএলআর। বিবৃতিতে আরও বলা হয়েছে, '‌এর ফলে এমসিএলআরের সঙ্গে যুক্ত উপযুক্ত গৃহঋণ অ্যাকাউন্টে ৩০ বছরের মেয়াদে ২৫ লক্ষ টাকা ঋণের ওপর মাসিক সুদের হার কমবে আনুমানিক ২৫৫ টাকা।’‌ এই পদক্ষেপের ফলে এসবিআই ব্যাঙ্ক গ্রাহক যাদের ঋণ সংযুক্ত রয়েছে ব্যাঙ্কের এমসিএলআরের সঙ্গে তাঁরা সুবিধা পাবে এবং ব্যাঙ্ক যখনই বেঞ্চমার্কের হার বদল করবে প্রত্যেক সময় এটিও বদল হবে।

ঋণদানের হার ছাড়াও তিন বছরের মেয়াদ পর্যন্ত রিটেল টার্ম ডিপোজিট–এর ওপর ২০ বেসিস পয়েন্ট সুদের হার কমিয়ে দিয়েছে এসবিআই। নতুন হার চালু হচ্ছে ১২ মে থেকে। এছাড়াও প্রবীণ গ্রাহকদের জন্য বর্ধিত সুদের হার সহ এসবিআই চালু করেছে বিশেষ ডিপোজিট স্কিম। 'এসবিআই ওয়েকার ডিপোজিট’ হিসাবে পরিচিত এই স্কিম প্রসঙ্গে ব্যাঙ্ক জানিয়েছে যে নতুন এই স্কিম বর্তমানে ক্রমশ কমতে থাকা সুদের হারের যুগে প্রবীণ নাগরিকদের আর্থিক সুরক্ষা প্রদান করবে।

নতুন এই স্কিমের অন্তর্গত প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে পাঁচ বছর বা তার বেশি মেয়াদের রিটেল টার্ম ডিপোজিটের ওর মিলবে অতিরিক্ত ৩০ পয়েন্ট। ব্যাঙ্ক জানিয়েছে এই স্কিম ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

হরিদ্বারে আটকে বাঙালি তীর্যযাত্রীরা, রাজ্যে সরকারকে দায়ী করে বিক্ষোভ গঙ্গার ঘাটেহরিদ্বারে আটকে বাঙালি তীর্যযাত্রীরা, রাজ্যে সরকারকে দায়ী করে বিক্ষোভ গঙ্গার ঘাটে

English summary
Apart from the lending rate, SBI also slashed its interest rates on retail term deposits by 20 bps for ‘up to 3 years’ tenor, effective from May 12 in view of adequate liquidity in the system as well as with the bank.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X