For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আদানি গ্রুপকে কোটি কয়েকশো কোটি টাকা ঋণ দিয়েছে SBI, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

ফের কি বিজয় মালিয়ার মত ঘটনা ঘটতে চলেছে দেশে। আদনি গ্রুপকে দেওয়া বিপুল পরিমান ঋণের অঙ্ক চমকে দেওয়ার মত।

Google Oneindia Bengali News

ফের বিজয় মালিয়া, মেহুল চোকসির মত ঘটতে পারে দেশে। এমনই আশঙ্কা জনক পরিস্থিতি তৈরি হয়েছে। আদানি গ্রুপকে কয়েকশো কোটি টাকা ঋণ দিয়েছে এসবিআই। দেশের সর্ববৃহৎ ব্যাঙ্কিং চেন । আমজনতার সঞ্চয়ের সবচেয়ে ভরসার জায়গা এই এসবিআই। সেই এসবিআই আদানি গ্রুপকে ২১৩ কোটি টাকা ঋণ দিয়েছে বলে চাঞ্চল্য কর তথ্য প্রকাশ্যে এসেছে।

প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

আদানি গ্রুপের সঙ্গে আর্থিক লেনদেনের ঘটনা নিয়ে আজও উত্তাল হতে পারে সংসদ। গতকাল এই নিয়ে তুমুল হট্টগোলের জেরে দিনের মত মুলতুবি করে দিতে হয় লোকসভার অধিবেশন। মোদী সরকারের ঘনিষ্ঠ শিল্পপতি আদানিদের বিরুদ্ধে কোটি কোটি টাকা তছরূপের অভিযোগ উঠেছে। শেয়ার বাজারে কারচুপির অভিযোগ উঠেছে আদানিদের বিরুদ্ধে। এমনকী চিনা নাগরিকের সঙ্গে যোগে থাকারও অভিযোগ রয়েছে আদানিদের বিরুদ্ধে।

এরই মাঝে আবার আদানিদের সঙ্গে একাধিক ভারতীয় ব্যাঙ্কের আর্থিক লেনদেন নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। ভারতে এর আগেও একাধিক ব্যাঙ্কে বিপুল টাকা দেনা দিনে তা পরিশোধ করেননি একাধিক প্রথম সারির শিল্পপতি। তার মধ্যে লিকার টাইফুন বিজয় মালিয়া। হীরের গয়নার ব্যবসায়ী মেহুল চোকসি-নীরব মোদীরা দিয়েছে। তাঁরা ভারতীয় ব্যাঙ্কগুলি থেকে কয়েক হাজার কোটি টাকার দেনা করে দেশ থেকে চম্পট দেন। সেই টাকা ফিরে পাওয়া তো দূরের কথা এখনও তাঁদের দেশে ফিরিয়ে আনতে পারেনি মোদী সরকার। বিদেশে বহাল তবিয়তে রয়েছেন বিজয় মালিয়া, নিরব মোদীরা। মেহুল চোকসি তো দেশান্তরী হয়েছেন। তাঁর টিকি ছুঁতে পারেনি মোদী সরকার।

এবার কি আদানি গোষ্ঠীর পালা। কারণ এসবিআই তাঁকে ২১৩ কোটি টাকা ঋণ দিয়েছে। যদিও এসবিআইয়ের চেয়ারম্যান দীনেশ কুমার খারা জানিয়েছেন, এখনও উদ্বেগের মত ঘটনা ঘটেনি। এমন নয় অর্থ সংকটে ভুগছে এসবিআই। যদিও তাঁর দাবি নিয়ম মেনেই আদানি গোষ্ঠীর একাধিক কোম্পানিকে এই ঋণ দেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন এখনও আদানিদের যে সম্পত্তি রয়েছে তা যথেষ্ট অর্থ আমদানি করছে। লোকসানে চলছে না কোনও সংস্থাই।

এদিকে হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশ্যে আসার পরেই শেয়ার বাজারে আদানিদের কোম্পানির শেয়ারের দাম পড়তে শুরু করেছে। প্রায় ২০ শতাংশ দর পড়েছে আদানিদের শেয়ারের। শুধু এসবিআই নয় একা আরও একাধিক ব্যাঙ্ক ঋণ দিয়েছে আদানি গ্রুপকে। তার মধ্যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কও রয়েছে। আবার আইডিএফসি ব্যাঙ্ক থেকেও এবং ইন্ডাসইন্ড ব্যাঙ্ক থেকেও কোটি কোটি টাকা ঋণ করেছে আদানি গ্রুপ। তারপরেই রিজার্ভ ব্যাঙ্ক গতকাল সব ভারতীয় ব্যাঙ্কের কাছ থেকে তথ্য তলব করেছে।

English summary
SBI gave Huge money loan to Adani Group
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X