গোরক্ষকদের উদ্দেশে এই চাঞ্চল্যকর বার্তা আরএসএস প্রধানের
কোনও কিছুর জন্যই যেন গোরক্ষকরা ভয় পিছিয়ে না পড়েন, দলের প্রতিষ্ঠাদিবসে এমনই বার্তা আরএসএস প্রধান মোহন ভাগবতের। গোরক্ষকদের তাণ্ডবের যে একের পর এক ঘটনার অভিযোগ উঠলেও, তাতে তদন্তের পর গোরক্ষকদের নাম সামনে আসছে না। এই বিষয়টিকে তুলে ধরেই এদিনের ভাষণে গোরক্ষকদের কার্যত অভয়দান করেন ভাগবত।

এদিনের সভায় মোহন ভাগবত বলেন, হিংসার সঙ্গে গোরক্ষার ঘটনাকে মিশিয়ে ফেলে দেখা উচিত নয়। অনেক জায়গাতেই গোরক্ষকরা শান্তিপূর্ণভাবে কাজ করতে গিয়ে হিংসার শিকার হচ্ছেন, কিন্তু সে বিষয়টি নিয়ে কেউ মাথা ঘামায় না। একধাপ এগিয়ে তিনি বলেন, গোরক্ষকদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী মোদী ও সুপ্রিম কোর্টের বক্তব্যকে ঠিকভাবে নেওয়া হচ্ছে না ।
মোহন ভাগবত এদিন বলেন, 'বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরাই গোরক্ষায় এগিয়ে আসছেন। গোরক্ষার বিষয়ে মানুষের উৎসাহ বাড়ছে। আর আসন্ন সময়ে এ নিয়ে উৎসাহ আরও বাড়বে। বর্তমান পরিস্থিতিতে সেটাই হবে যথাযথ উত্তর।