For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অনশনে অসুস্থ দিল্লির স্বাস্থ্যমন্ত্রী, আপ-এর ধর্না আরও জোরদার

টানা এক সপ্তাহ ধরে চলছে আম আদমি পার্টির ধর্না। এদিন অষ্টম দিনে পড়ল এই ধর্না। এই প্রতিবাদ আন্দোলন ঘিরে সরগরম দিল্লির রাজনৈতিক পরিস্থিতি।

Google Oneindia Bengali News

টানা এক সপ্তাহ ধরে চলছে আম আদমি পার্টির ধর্না। এদিন অষ্টম দিনে পড়ল এই ধর্না। এই প্রতিবাদ আন্দোলন ঘিরে সরগরম দিল্লির রাজনৈতিক পরিস্থিতি। দিল্লির রাজনিবাসে অনশনে অবস্থান করছেন আম আদমি পার্টির প্রথম সারির সমস্ত নেতা মন্ত্রীরা। পার্টি প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে চলছে এই অনশন-ধর্না । এরই মধ্যে রাতে অনশনে বসে অসুস্থ হয়ে পড়েন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন।

অনশনে অসুস্থ দিল্লির স্বাস্থ্যমন্ত্রী, সপ্তমদিনে আপ-এর ধর্না আরও জোরদার

অসুস্থ সত্যেন্দ্র জৈনকে তড়িঘড়ি দিল্লির লোক নায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে ভর্তি করা হয়। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে একাধিক দাবি দাওয়া নিয়ে প্রতিবাদ আন্দোলনে সামিল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির লেফটনেন্ট গর্ভনরের অফিসে চলেছে তাঁর ধর্না। এরপর রবিবার থেকে জোরদার হয়ে ওঠে এই আন্দোলন। দিল্লির রাস্তায় নামে আপের কয়েক হাজার সদস্য। বিকেল ৫ টা থেকে চলা রবিবারের এই আন্দোলন মিছিলের জেরে কার্যত স্তব্ধ হয়ে যায় রাজধানী।

মূলত অরবিন্দ কেজরিওয়াল ও আপের দাবি,ধর্মঘটরত দিল্লির আইএএস অফিসাররা যেন কাজে যোগ দেন। এবিষয়ে লেফ্টনেন্ট গর্ভনর যেন দিল্লি প্রশাসনের আইএএস অফিসারদের নির্দেশ দেন, তার জন্য ধর্মঘটে বসেন অরবিন্দ কেজরিওয়ালও। এবিষয়ে অরবিন্দি কেজরিওয়াল একটি টুইটও করেন

আরবিন্দ কেজরিওয়ালের ধর্নার আরও একগুচ্ছ দাবি রয়েছে। তাঁর দাবি, দিল্লিতে রেশনের জন্য বাড়ি পর্যন্ত ডেলিভারি দেওয়ার সিদ্ধান্তকে অনুমোদন করুন সেখানের লেফ্টনেন্ট গভর্নর।

English summary
Satyendra Jain’s health deteriorates due to hunger strike, rushed to hospital.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X