For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চেন্নাইয়ে আয়কর হানায় বাজেয়াপ্ত ১৪৩০ কোটি টাকার গোপন সম্পদ, জেলবন্দি শশীকলা জেরার মুখে

বেঙ্গালুরুর সেন্ট্রাল জেলে ফের একবার আয়করের জেরার মুখোমুখি হতে চলেছে আয় বহির্ভূত সম্পত্তি মামলায় সাজাপ্রাপ্ত শশীকলা নটরাজন।

  • |
Google Oneindia Bengali News

চেন্নাইয়ে ১৮৭টি জায়গায় তল্লাশি চালিয়েছে আয়কর আধিকারিকেরা। জেলবন্দি শশীকলা নটরাজন ও তার আত্মীয়দের বড়িতে তল্লাশি চালিয়ে কোটি কোটি টাকার সম্পত্তি ও নথি উদ্ধার হয়েছে। সবমিলিয়ে যার পরিমাণ ১৪৩০ কোটি টাকা। আর এই প্রেক্ষিতেই বেঙ্গালুরুর সেন্ট্রাল জেলে ফের একবার আয়করের জেরার মুখোমুখি হতে চলেছে আয় বহির্ভূত সম্পত্তি মামলায় সাজাপ্রাপ্ত শশীকলা নটরাজন।

চেন্নাইয়ে আয়কর হানায় বাজেয়াপ্ত ১৪৩০ কোটি টাকার গোপন সম্পদ, জেলবন্দি শশীকলা জেরার মুখে

গত বুধবার থেকেই পরপর ২দিন চেন্নাইয়ে ১৮৭টি জায়গায় আয়কর হানা চলে। মূলত শশীকলা, দিনাকরণের অফিস, জয়া টিভির কার্যালয়ে আয়কর আধিকারিকেরা তল্লাশি চালান। এই তল্লাশিতে ৭ কোটি টাকা নগদ ও ৫ কোটি টাকার গয়না উদ্ধার হয়েছে।

এই ঘটনায় ১৫টি ব্যাঙ্ক লকার সিল করে দেওয়া হয়েছে। সবমিলিয়ে প্রাথমিক তদন্তের পর মোট ১৪৩০ কোটি টাকার গোপন সম্পদের তথ্য আয়করের হাতে এসেছে।

বিভিন্ন গোপন ব্যবসার মাধ্যমে শশীকলা ও তার আত্মীয়রা এত বিপুল পরিমাণ সম্পদ গোপন করে রেখেছিলেন বলে আয়কর কর্তারা মনে করছেন। শেল কোম্পানি বানিয়ে সেই টাকা লুকিয়ে রাখা হয়েছিল। এর বেশি তদন্তের স্বার্থে আর কিছু বলতে চাননি আয়কর কর্তারা।

English summary
Sasikala likely to be questioned after I-T raid recover rs 1,430 cr linked to her
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X