For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশ জুড়ে অভিনব প্রচার বিজেপির! 'সম্পর্ক ফর সমর্থন' অভিযানে বিজেপি সভাপতি

২০১৯-এর সাধারণ নির্বাচনের আগে বিজেপির অভিনব প্রচার। পোশাকি নাম 'সম্পর্ক ফর সমর্থন'। বিজেপির প্রায় ৪ হাজার নির্বাচিত সদস্য দেশজুড়ে প্রায় একলক্ষ বিখ্যাত মানুষের কাছে পৌঁছে যাবেন।

  • |
Google Oneindia Bengali News

২০১৯-এর সাধারণ নির্বাচনের আগে বিজেপির অভিনব প্রচার। পোশাকি নাম 'সম্পর্ক ফর সমর্থন'। বিজেপির প্রায় ৪ হাজার নির্বাচিত সদস্য দেশজুড়ে রাজনীতি, বাণিজ্য, খেলাধূলা ও সংস্কৃতি জগতের প্রায় একলক্ষ বিখ্যাত মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন। এছাড়াও ৫০ লক্ষ নির্বাচিত কর্মী যাবেন সাধারণ মানুষের বাড়িতে। তুলে ধরবেন মোদী সরকারের মানুষের পাশে থাকার সফল প্রকল্পগুলিকে।

দেশ জুড়ে অভিনব প্রচার বিজেপির! সম্পর্ক ফর সমর্থন অভিযানে বিজেপি সভাপতি

  • বিজেপি সভাপতি অমিত শাহ ইতিমধ্যেই প্রাক্তন সেনাপ্রধান দরবীর সিং সুহাগ, ক্রিকেটার কপিল দেব, বলিউড তারকা মাধুরী দীক্ষিতের সঙ্গে সাক্ষাৎ করেছেন। অন্যদিকে, কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গডকরি মুম্বইয়ে মিলিত হয়েছিলেন নানা পাটেকর, ইয়েস ব্যাঙ্কের এমডি-সিইও রানা কাপুর, অভিনেতা সলমন খান এবং তার বাবা সেলিম খানের সঙ্গে।
  • প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন হায়দরাবাদে সাক্ষাৎ করেছেন পুলেল্লা গোপীচাঁদের সঙ্গে। গিয়েছিলেন গোপীচাঁদের অ্যাকাডেমিতে। সেখানে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। টেনিস তারকা সানিয়া মির্জা এবং ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণের সঙ্গেও দেখা করেছেন তিনি।
  • 'সম্পর্ক ফর সমর্থন'-এর অঙ্গ হিসেবে ৯ জুন অমিত শাহ বর্ষীয়ান সাংবাদিক এবং রাজ্যসভার প্রাক্তন সদস্য কুলদীপ নায়ারের সঙ্গে দেখা করেছিলেন। মোদী সরকারের চার বছরের কাজ ও উল্লেখযোগ্য সাফল্য নিয়ে তারা আলোচনা করেন বলে জানা গিয়েছে।
  • ৭ জন অমিত শাহ চণ্ডীগড়ে দেখা করেছিলেন উড়ন্ত শিখ সর্দার মিলখা সিং-এর সঙ্গে। সেখানে ছিলেন মিলখা সিং-এর স্ত্রী নিম্রল মিলখা সিংও। মোদী সরকারের চার বছরের কাজ ও উল্লেখযোগ্য সাফল্য নিয়ে তারা কথা বলেন।
  • ৭ জুন অমিত শাহ চণ্ডীগড়ে সহযোগী অকালিদলের নেতা প্রকাশ সিং বাদলের সঙ্গেও দেখা করেন।
  • 'সম্পর্ক ফর সমর্থন'-এর অঙ্গ হিসেবে ৬ জুন অমিত শাহ দেখা করেছিলেন রতন টাটার সঙ্গে। মোদী সরকারের উন্নয়নমূলক প্রকল্প ও তার সাফল্য নিয়ে কথা বলেন তাঁরা।
  • ৬ জুন অমিত শাহ দেখা করেছিলেন মাধুরী দীক্ষিত এবং ড. শ্রীরাম নানের সঙ্গে।
  • 'সম্পর্ক ফর সমর্থন'-এর অঙ্গ হিসেবে ৪ জুন অমিত শাহ সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি আরসি লাহোটির সঙ্গেও দেখা করেন।
  • একইদিনে অর্থাৎ ৪ জুন রামদেবের সঙ্গেও সাক্ষাৎ হয়
  • পয়লা জুন অমিত শাহ দিল্লিতে দেখা করেন ভারতীয় ক্রিকেটদলের প্রাক্তন অধিনায়ক কপিল দেবের সঙ্গে। তার সঙ্গেও মোদী সরকারের ৪ বছরের সাফল্য়ের নানা দিক তুলে ধরেন।
  • ২৯ মে অমিত শাহ দিল্লিতে সাক্ষাৎ করেন লোকসভার প্রাক্তন সেক্রেটারি জেনারেল তথা সংবিধান বিশেষজ্ঞ সুভাষ কাশ্যপের সঙ্গে।
  • ২৯ মে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ দেখা করেছিলেন প্রাক্তন সেনা প্রধান দলবীর সিং সুহাগের সঙ্গে।
English summary
Sampark For Samarthan is the BJP's massive outreach campaign ahead of 2019 elections
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X