For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের মাওবাদী হামলা! সমাজবাদী পার্টি নেতাকে অপহরণ করে হত্যা ছত্তিসগড়ে

ছত্তিশগড়ে ফের মাওবাদী হামলা। মঙ্গলবার রাজ্যের বিজাপুরে এক সমাজবাদী পার্টি নেতাকে অপহরণ করেছিল মাওবাদীরা। এলাকারই প্রত্যন্তঅঞ্চলে বুধবার তাঁর দেহের হদিশ পাওয়া যায়।

  • |
Google Oneindia Bengali News

ছত্তিশগড়ে ফের মাওবাদী হামলা। মঙ্গলবার রাজ্যের বিজাপুরে এক সমাজবাদী পার্টি নেতাকে অপহরণ করেছিল মাওবাদীরা। এলাকারই প্রত্যন্ত অঞ্চলে বুধবার তাঁর দেহের হদিশ পাওয়া যায়।। এমনটাই জানিয়েছে পুলিশ।

 ফের মাওবাদী হামলা! সমাজবাদী পার্টি নেতাকে অপহরণ করে হত্যা ছত্তিসগড়ে

গত বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করা সন্তোষ পুনেমকে মঙ্গলবার সন্ধের দিকে অপহরণ করেছিল মাওবাদীরা। সূত্রের খবর অনুযায়ী, ওই নেতার পরিবারের সদস্যরা মঙ্গলবারেই মাওবাদীদের সঙ্গে দেখা করে সন্তোষ পুনেমের মুক্তির জন্য দরবার করে। যদিও তাতে কোনও ফল হয়নি।

জেলার পুলিশ সুপার জানিয়েছেন, বুধবার বিজাপুরের প্রত্যন্ত এলাকা মারিমাল্লা গ্রাম থেকে উদ্ধার হয়েছে সন্তোষ পুনেমের দেহ। সূত্রের খবর অনুযায়ী, দীর্ঘদিন ধরেই মাওবাদীদের নিশানায় ছিলেন সন্তোষ পুনেম।

সন্তোষ পুনেম পেশায় ছিলেন কন্ট্রাক্টর। তিনি বিজাপুরে সমাজবাদী পার্টির সহ-সভাপতির দায়িত্বও পালন করেছেন।

এর আগে লোকসভা ভোট চলাকালীন একাধিক মাওবাদী নাশকতার ঘটনা ঘটেছে। এপ্রিলে মাওবাদী নাশকতায় ২ পুলিশকর্মীর মৃত্যু হয়েছিল। এছাড়াও দেশে ভোট শুরুর ২ দিন আগে, ৯ এপ্রিল মাওবাদী হামলায় মৃত্যু হয়েছিল বিজেপি নেতা ভিমা মাণ্ডভি এবং তাঁর চার নিরাপত্তাকর্মীর।

English summary
Samajwadi Party leader's body recovered day after his abduction by Maoist in Chhattisgarh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X