For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্রমশই অর্থবান হচ্ছে আঞ্চলিক দলগুলি! কে কতটা বড়লোক, জানুন বিস্তারিত

আসন সংখ্যাও না হলেও, সম্পত্তির নিরিখে তৃণমূলকে পরাজিত করল সমাজবাদী পার্টি। ২০১৫-১৬- নিরিখে সমাজবাদী পার্টির ঘোষিত সম্পত্তির পরিমাণ ৬৩৫ কোটি টাকা। যা ২২ টি আঞ্চলিক দলের মধ্যে যা সব থেকে বেশি।

  • |
Google Oneindia Bengali News

আসন সংখ্যাও না হলেও, সম্পত্তির নিরিখে তৃণমূলকে পরাজিত করল সমাজবাদী পার্টি। ২০১৫-১৬- নিরিখে সমাজবাদী পার্টির ঘোষিত সম্পত্তির পরিমাণ ৬৩৫ কোটি টাকা। যা ২২ টি আঞ্চলিক দলের মধ্যে যা সব থেকে বেশি। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস নামক একটি সংগঠনের দেওয়া রিপোর্ট থেকে এমনই তথ্য পাওয়া গিয়েছে।

ক্রমশই অর্থবান হচ্ছে আঞ্চলিক দলগুলি! কে কতটা বড়লোক, জানুন বিস্তারিত

[আরও পড়ুন: জেলের পরিবেশ বাজে, ঘুম হচ্ছে না! একাধিক বায়নাক্কা কার্তির, অভিযোগ ওড়াল সিবিআই][আরও পড়ুন: জেলের পরিবেশ বাজে, ঘুম হচ্ছে না! একাধিক বায়নাক্কা কার্তির, অভিযোগ ওড়াল সিবিআই]

২০১১-১২ সালে এসপির ঘোষিত সম্পত্তির পরিমাণ ছিল ২১২.৮৬ কোটি টাকা। যা প্রায় ১৯৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ২০১৫-১৬ হয়েছে ৬৩৪.৯৬ কোটি টাকা। অন্যদিকে এআইএডিএমকের সম্পত্তি ২০১১-১২ সালে ছিল ৮৮.২১ কোটি টাকা। ১৫৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ২০১৫-১৬ সালে তা পৌঁছেছে ২২৪.৮৭ কোটিতে।

২০১১-১২ থেকে ২০১৫-১৬ সালের মধ্যে আয়কর দফতর এবং নির্বাচন কমিশনে দেওয়া তথ্যের ভিত্তিতে এই রিপোর্ট তৈরি করা হয়েছে। ফিক্সড অ্যাসেট, লোন, অ্যাডভ্যান্স, এফডিআর, টিডিএস এবং বিনিয়োগের নিরিখে ঘোষণা করেছিল রজনৈতিক দলগুলি।

[আরও পড়ুন:সন্ত্রাসের মদতদাতা পাকিস্তানকে ফের রাষ্ট্রপুঞ্জের মঞ্চে বেইজ্জত করল ভারত][আরও পড়ুন:সন্ত্রাসের মদতদাতা পাকিস্তানকে ফের রাষ্ট্রপুঞ্জের মঞ্চে বেইজ্জত করল ভারত]

২০১৫-১৬ সালে রাজনৈতিক দলগুলির ফিক্সড ডিপোজিট রিসিটের পরিমাণ ছিল ১০৫৪.৮ কোটি টাকা। তবে রাজনৈতিক দলগুলির লোন ও অ্যাডভান্স খাতে অবশ্য টাকার পরিমাণ কমেছে। ২০১১-১২ সালে যা ছিল ১৯.৭৫ কোটিতে। ২০১৫-১৬ সালে যা হয়েছে ১৬.২ কোটি।

দায় দায়িত্বের নিরিখে আঞ্চলিক দলগুলির মধ্যে শীর্ষে রয়েছে তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি এবং তেলেগু দেশম পার্টি।

[আরও পড়ুন:কংগ্রেসে পরিবারতন্ত্র শেষের ইঙ্গিত সোনিয়ার, রাহুলই কি তাহলে শেষ গান্ধী সভাপতি][আরও পড়ুন:কংগ্রেসে পরিবারতন্ত্র শেষের ইঙ্গিত সোনিয়ার, রাহুলই কি তাহলে শেষ গান্ধী সভাপতি]

English summary
Samajwadi Party tops list of 22 regional parties in wealth, says survey. In liabilities, TRS and TDP were the top two regional parties.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X