For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যোগী গড়ে আসন-রফা বিবাদ! অখিলেশ-মায়াবতী জোটকে 'ধাক্কা' বিজেপিকে হারানো প্রার্থীর

পূর্ব উত্তরপ্রদেশে নিষাদ পার্টির সঙ্গে তাদের জোট ভঙ্গের কথা জানিয়েদিলেন সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব।

  • |
Google Oneindia Bengali News

পূর্ব উত্তরপ্রদেশে নিষাদ পার্টির সঙ্গে তাদের জোট ভঙ্গের কথা জানিয়েদিলেন সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব। ২০১৮-তে গোরক্ষপুর আসনে উপনির্বাচনে সমাজবাদী পার্টির টিকিটে এসপি-বিজেপি জোট প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন প্রবীণ নিষাদ। এবার সেই প্রবীণ নিষাদ ইতিমধ্যেই কথা বলেছেন যোগী আদিত্যনাথের সঙ্গে।

 যোগী গড়ে আসন-রফা বিবাদ! অখিলেশ-মায়াবতী জোটকে ধাক্কা বিজেপিকে হারানো প্রার্থীর

২০১৯-এর যে গোটবন্ধন উত্তর প্রদেশে দেখা যাচ্ছে, তার শুরু হয়েছিল ২০১৮-তে। গোরক্ষপুর এবং ফুলপুর আসনে উপনির্বাচনে জোটের প্রার্থী দেওয়া নিয়ে। দুই আসনেই জয়ী হয়েছিল এসপি-বিএসপি জোট। যার মধ্যে গোরক্ষপুর থেকে জয়ী হয়েছিলেন প্রবীণ নিষাদ। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং উপমুখ্যমন্ত্রী কেশব মৌর্য ওই দুই আসন ছেড়ে দিয়েছিলেন।

গত দুদশক ধরে যোগী আদিত্যনাথ যে কেন্দ্রের সাংসদ ছিলেন সেই গোরক্ষপুর কেন্দ্র মহাগোটবন্ধনের ধাক্কায় ছত্রখান হয়ে যায়। সমাজবাদী পার্টির টিকিটে দাঁড়ানো পিছিয়ে পড়া শ্রেণীর নিষাদ পার্টি প্রবীণ নিষাদ জয়ী হয়েছিলেন সেই আসন থেকে। তবে লোকসভা নির্বাচনের মুহুর্তে সেই প্রবীণ নিষাদ বিজেপিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। যাতে ধাক্কা লেগেছে অখিলেশ মায়াবতী-অজিত সিং-এর মহাগোটবন্ধনে। যদিও অখিলেশ যাদব ইতিমধ্যেই গোরক্ষপুর আসন থেকে নিজের দলের টিকিটে নিষাদ গোষ্ঠীর এক নেতাকে দাঁড় করানোর ব্যাপারে ঘোষণা করে দিয়েছেন।

দিন তিনেক আগে এবিষয়ে জলঘোলা হয়। অখিলেশ যাদব লখনৌতে এক সাংবাদিক সম্মেলনে নিষাদ পার্টির বিধায়কদের পিছনে নিয়ে ঘোষণা করেন, উত্তরপ্রদেশে মহাগোটবন্ধনের অংশীদার হচ্ছে নিষাদ পার্টি। তবে সেই সাংবাদিক বৈঠকে প্রবীণ নিষাদ ফের টিকিট পাচ্ছেন কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়। কেননা অখিলেশ যাদব প্রার্থীর নাম সেদিন ঘোষণা করেননি।

৪৮ ঘন্টার মধ্যে নিষাদ পার্টির প্রধান প্রবীণ নিষাদ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করেন। জানান, তার দল মহাগোটবন্ধনের অংশ হচ্ছে না। তার দল স্বাধীনভাবে কিংবা অন্য কোনও জোটে ভোটে লড়াই করতে পারে বলেও ইঙ্গিত দেন। জানা গিয়েছে মহারাজগঞ্জ আসন নিয়ে এসপির সঙ্গে নিষাদ পার্টি বিরোধী তৈরি হয়েছিল। নিষাদ পার্টি চাইছিল ওই আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে। কিন্তু অখিলেশ তাতে রাজি ছিলেন না। দলের তরফে জানানো হয় নিষাদ পার্টি আর সমাজবাদী পার্টির প্রতীকে নির্বাচনে লড়াই করবে না। তবে সূত্রের খবর অনুযায়ী, গোরক্ষপুর আসন তাদের না ছাড়ার জন্যই এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে নিষাদ পার্টি।

English summary
Samajwadi Party has officially confirmed the end of its alliance with Nishad party in eastern UP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X