For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জঞ্জালেরগাড়িতে মোদী-যোগীর ছবি রেখে ছাঁটাই কর্মী, রাজ্য জুড়ে ধর্মঘটের হুমকি সাফাই কর্মী সংগঠনের

জঞ্জালেরগাড়িতে মোদী-যোগীর ছবি রেখে ছাঁটাই কর্মী, রাজ্য জুড়ে ধর্মঘটের হুমকি সাফাই কর্মী সংগঠনের

Google Oneindia Bengali News

জঞ্জালেরগাড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ছবি রাখার অপরাধে চুক্তি ভিত্তিক সাফাই কর্মীকে কাজ থেকে বরখাস্ত করা হয়েছে। ওই ব্যক্তিকে পুনর্বহালের দাবি জানাল উত্তরপ্রদেশের সাফাই কর্মী সংগঠন। দাবি না মানা হলে রাজ্য জুড়ে সাফাই কর্মীরা ধর্মঘটে যাবেন বলেও সংগঠনের তরফে হুমকি দেওয়া হয়েছে।

উত্তরপ্রদেশের সাফাইকর্মী সংগঠনের দাবি

উত্তরপ্রদেশের সাফাইকর্মী সংগঠনের দাবি

আগ্রার পৌর কমিশনারের কাছে উত্তরপ্রদেশের সাফাই কর্মীদের সংগঠনের তরফে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। সেখানে বরখাস্ত করা চুক্তিভিত্তিক কর্মীকে পুনর্বহালের দাবি জানানো হয়। ওই কর্মীকে কাজে নিযুক্ত না করা হলে রাজ্য জুড়ে সাফাই কর্মীরা ধর্মঘটে যাবে বলেও সতর্ক করা হয়েছে স্মারকলিপিতে। ধর্মঘটকে সমর্থন জানিয়ে সাফাই কর্মীদের নেতা সুন্দর বাবু চঞ্চল জানিয়েছেন, 'ববিকে চাকরি থেকে বরখাস্ত করার ঘটনাকে কোনওভাবেই মেনে নেওয়া হবে না। ববির পাঁচ ছেলে-মেয়ে। এই সাফাইয়ের কাজ থেকে মাত্র ৫,৫০০ টাকা আয় করতেন। এখন কাজটি চলে গেলে ববির সংসার কী করে চলবে।' সাফাই কর্মী সংগঠনের সভাপতি বিনোদ এলহাবাদি জানিয়েছেন, 'মথুরা বৃন্দাবন পৌর প্রশাসনের এই নির্বোধ সিদ্ধান্তের জেরে সারা রাজ্যে সাফাই কর্মীদের মনে অসন্তোষের সৃষ্টি হয়েছে। ববিকে চাকরিতে পুনর্বহাল না করা হলে, আমরা রাস্তায় নামতে বাধ্য হবো।' হরি বাল্মীকি নামের এক ব্যক্তি সাফাই কর্মীদের দাবিকে সমর্থন জানিয়ে বলেন, 'ববি তো শুধু নিজের কাজ করেছিলেন। তাঁকে সঠিক কারণ ছাড়াই চাকরি থেকে ছাটাই করা হয়েছে। যা কখনই কাম্য নয়।'

চাকরি হারিয়ে বিপাকে সাফাইকর্মী

চাকরি হারিয়ে বিপাকে সাফাইকর্মী

ববি নামের ওই সাফাই কর্মীর গাড়িতে প্রধানমন্ত্রী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছবি দেখা যায়। এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হতেই মথুরা-বৃন্দাবন মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে কাজে অবহেলার অভিযোগ করে ববিকে চাকরি থেকে ছাঁটাই করে। সাংবাদিকদের ওই সাফাই কর্মী বলেন, 'ছবিগুলো যে জঞ্জালেরগাড়িতে রাখা যাবে না, এই নিয়ে আমরা কোনও ধারণা ছিল না। দুজন পথচারী যখন আমাকে এই বিষয়ে জিজ্ঞাসা করেন, তখন আমি জানতে পারি। তাঁরা আমার একটা ভিডিও করেছিলেন। আমি কর্তৃপক্ষের কাছে বার বার ক্ষমা চাই। আমি বলি কাজটি চলে গেলে আমার পরিবার পথে বসে। কিন্তু কর্তৃপক্ষ কোনও কথা শুনতে রাজি হয়নি। আমাকে চাকরি থেক বরখাস্ত করে।'

 ভাইরাল হওয়া ভিডিও

ভাইরাল হওয়া ভিডিও

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে এক সাফাই কর্মীকে জঞ্জালেরগাড়ি নিয়ে যেতে দেখা যায়। জঞ্জালেরওই গাড়িতে স্পষ্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ছবি দেখতে পাওয়া যায়। ভিডিওতে দেখা যায়, কেউ সাফাইকর্মীকে জিজ্ঞাসা করছেন, 'আপনি প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ছবি কোথা থেকে পেয়েছেন?' প্রশ্নের উত্তরে ভীত সাফাইকর্মী জানান, এতে তাঁর কোনও দোষ নেই। তাঁর গাড়িতে আবদুল কামালেরও ছবি রয়েছে। তিনি জজ্ঞাল থেকে এগুলো পেয়েছেন।

মাঝ আকাশে একের পর এক বিমানে ইঞ্জিনে ত্রুটি! তীব্র আতঙ্ক যাত্রীদের মধ্যে মাঝ আকাশে একের পর এক বিমানে ইঞ্জিনে ত্রুটি! তীব্র আতঙ্ক যাত্রীদের মধ্যে

English summary
Safai Union of Uttar Pradesh demand job for fired worker on Modi Yogi picture in garbage cart case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X