For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজস্থানে কে হবেন কংগ্রেসের মুখ্যমন্ত্রী! কী বলছেন সচিন-গেহলটরা

রাজস্থানে পাঁট বছরের মাথায় ফের পালাবদল হতে চলেছে। বিজেপিকে সরিয়ে সম্ভবত ক্ষমতায় আসতে চলেছে কংগ্রেস।

  • |
Google Oneindia Bengali News

রাজস্থানে পাঁট বছরের মাথায় ফের পালাবদল হতে চলেছে। বিজেপিকে সরিয়ে সম্ভবত ক্ষমতায় আসতে চলেছে কংগ্রেস। একদিকে যেমন বসুন্ধরা রাজে সিন্ধিয়ার বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে, তেমনই সচিন পাইলট ও অশোক গেহলট জুটি মানুষকে আশ্বাস জোগাতে সক্ষম হয়েছেন। যার নিট ফল, ফের একবার কংগ্রেস ক্ষমতা দখল করতে চলেছে রাজস্থানে।

পাইলট বলেছেন, কংগ্রেস ফের একবার পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজস্থানে ক্ষমতায় ফিরছে। শেষবারের নির্বাচনে আমরা মাত্র ২১টি আসন জিতেছিলাম। তবে এবার সংখ্যাগরিষ্ঠতা পাবো। তবে শেষ সংখ্যা আসা অবধি অপেক্ষা করতে হবে। এই জয় কারও একার নয়। নেতা-কর্মীরা সকলে নিরন্তর প্রয়াস করে গিয়েছেন। তারই ফল এখন আমরা পাচ্ছি। বিজেপির প্রশাসন, টাকা, ক্ষমতা সবকিছুর বিরুদ্ধে লড়ে এই জয় এসেছে।

এদিনে ঠিক একবছর আগে রাহুল গান্ধী কংগ্রেসের সভাপতি পদে বসেন। ফলে এদিনের জয় তাঁকে উপহার দিলাম। কংগ্রেস তিনটি রাজ্যে সরকার গঠন করতে চলেছে।

রাজস্থানে কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট কি হতে চলেছেন পরবর্তী মুখ্যমন্ত্রী? নাকি সচিন পাইলটের ওপরে দল ভরসা রাখছে? গেহলট বলছেন, শীর্ষ নেতৃত্ব যে সিদ্ধান্ত নেবে সেটাই শিরোধার্য হবে।

English summary
Sachin Pilot's reaction after Congress set to win Rajasthan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X