For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Parliament: জওয়ানদের উদ্দেশ্য করে 'পিটাই' শব্দ ব্যবহার করবেন না, সংসদে বিরোধীদের কড়া বার্তা জয়শঙ্করের

Parliament: জওয়ানদের উদ্দেশ্য করে 'পিটাই' শব্দ ব্যবহার করবেন না, সংসদে বিরোধীদের কড়া বার্তা জয়শঙ্করের

Google Oneindia Bengali News

সমালোচনায় আপত্তি নেই, তবে জওয়ানদের উদ্দেশ্য পিটাই শব্দের প্রয়োগ করবেন না। সোমবার সংসদে বিরোধীদের এমনই বার্তা দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তাওয়াং সীমান্তে ভারতীয় সেনার সঙ্গে চিনা ফৌজের সংঘর্ষের ঘটনা নিয়ে উত্তাল হয়ে উঠেছিল সংসদ অধিবেশন। বিরোধীরা তাওয়াং নিেয় সরব হয়েছিলেন সংসদে। তারপরেই বার্তা দেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

Parliament: জওয়ানদের উদ্দেশ্য করে পিটাই শব্দ ব্যবহার করবেন না, সংসদে বিরোধীদের কড়া বার্তা জয়শঙ্করের

বিরোধীদের তিনি সতর্ক করে বলেছেন, জওয়ানদের সম্পর্কে এমন কোনও কথা যেন তাঁরা না বলেন যাতে তাঁদের সম্মান হানি হয়। সমালোচনা তাঁরা করতেই পারেন তবে জওয়ানদের অসম্মান করা উচিত নয় বলে বিরোধীদের তীব্র নিশানা করেছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য তাওয়াং সংঘর্ষের ঘটনার পর জয়শঙ্করকে ব্যক্তিগত আক্রমণ করেছে কংগ্রেস। রাহুল গান্ধী থেকে শুরু করলে একাধিক কংগ্রেস নেতা অভিযোগ করেছেন চিনের সঙ্গে সীমান্ত সংঘর্ষ নিয়ে চুপ করে রয়েছে মোদী সরকার। তার নেপথ্যে রয়েছেন এস জয়শঙ্কর। কারণ এস জয়শঙ্করের ছেলের সংস্থার আর্থিক অনুদান আসে চিনের দূতাবাস থেকে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন সীমান্তে কোনও পাহারাই নেই সেকারণেই সহজেই বারবার চিনা ফৌজ সীমান্ত লঙ্ঘন করে চলেছে।

২০২০ সাল থেকে দফায় দফায় ভারত চিন সীমান্তে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ডোকালা থেকে গালওয়ান উপত্যকার রক্তক্ষয়ী সংঘর্ষ। পর পর ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে সীমান্ত সুরক্ষা নিয়ে। কেন এই রকম পরিস্থিতি বারবার ভারত চিন সীমান্তে তৈরি হচ্ছে তা নিয়ে মোদী সরকারকে জবাব দিতে হবে বলে সংসদে সওয়াল করেছিলেন বিরোধীরা। এই নিয়ে আলোচনার দাবিতে উত্তাল হয়ে উঠেছিল সংসদ অধিবেশন কক্ষ। তারপরেই বার্তা দেন এস জয় শঙ্কর।

তার আগে কংগ্রেসের একাধিক সমালোচনার জবাব দিয়েছেন তিনি। জয়শঙ্কর কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ শানিয়ে বলেছেন, সীমান্তে সেনা মোতায়েন রাহুল গান্ধী বা কংগ্রেসের নির্দেশে হবে না। সেটা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে। কাজেই সীমান্তে সেনা মোতায়েন রয়েছে কিনা সেটা দেখার দায়িত্ব সরকারের। ২০২০ সাল থেকে চিন যেভাবে সীমান্তে আঘাত হেনে চলেছে। তা সাফল্যের সঙ্গে মোকাবিলা করেছে ভারতীয় জওয়ানরা। পাল্টা তোপ দেগেছেন জয়শঙ্কর।

বিধানসভায় সাভারকারের ছবি, প্রবল বিক্ষোভ কংগ্রেসের, কী বললেন মুখ্যমন্ত্রীবিধানসভায় সাভারকারের ছবি, প্রবল বিক্ষোভ কংগ্রেসের, কী বললেন মুখ্যমন্ত্রী

English summary
S Jaishankar coment on Tawang clash at Parliament
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X