For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'একতাই বল', ইউক্রেন নিয়ে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপের সমর্থনে বিরোধীরা

'একতাই বল', ইউক্রেন নিয়ে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপের সমর্থনে বিরোধীরা

Google Oneindia Bengali News

সাত দিনের বেশি সময় পেরিয়ে গিয়েছে রাশিয়ার ইউক্রেনের উপর আগ্রাসন। সরাসরিভাবে ইউক্রেনের পাশে দাঁড়ায়নি ভারত। কিন্তু তাই বলে, বর্তমান পরিস্থিতিও মেনে নেয়নি। শান্তির বার্তা নিয়ে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেছেন নরেন্দ্র মোদি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই প্রচেষ্টাকে বিরোধীরা কটাক্ষ করেনি। উল্টে প্রধানমন্ত্রীর এই চেষ্টাকে তাঁরা মান্যতা দিয়েছেন, বোধহয় সাম্প্রতিক ইতিহাসে এই প্রথমবার কেন্দ্রীয় সরকারের কোনও সিদ্ধান্তের পূর্ণ সমর্থন করলেন বিরোধীরা। বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক বিরোধিতার সরিয়ে দেশ তথা প্রধানমন্ত্রীর পাশে থাকার বার্তা দিয়েছেন সকলেই।

'নমো'র কনসালটেটিভ কমিটি

'নমো'র কনসালটেটিভ কমিটি

ইউক্রেনের পরিস্থিতি নিয়ে ২১ সদস্যের একটি কনসালটেটিভ কমিটি গঠন করেছে মোদি সরকার। এই কমিটির সদস্যদের নিয়ে বৈঠকে বসেছিলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। এই বৈঠকে আলোচনার বিষয় ছিল ইরানের বর্তমান পরিস্থিতি, সেখানে উপস্থিত ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনা। এ দিনের বৈঠকে বিরোধীদের মধ্যে উপস্থিত ছিলেন, রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি, আনন্দ শর্মা সহ আরো অনেকে।

 পক্ষে-বিপক্ষে

পক্ষে-বিপক্ষে

বৃহস্পতিবারের এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদীও। ইউক্রেনের বর্তমান পরিস্থিতিতে পড়ুয়াদের ফিরিয়ে আনা প্রসঙ্গে প্রশ্ন তুলেছিলেন তিনি। ইউক্রেনে থাকা ভারতীয় নাগরিক এবং পড়ুয়াদের কিভাবে ফিরিয়ে আনা হবে সেইসব নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলেছেন। সেই কারণেই বৃহস্পতিবার এক বৈঠকের ডাক দিয়েছে কেন্দ্র। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে রাশিয়ার বিরুদ্ধে যে প্রস্তাবনা উত্থাপন করা হয়, তাতে ভোটদান থেকে বিরত ছিল নয়াদিল্লি। ভারতের পক্ষ থেকে বলা হয়েছিল, শুধুমাত্র আলোচনা এবং কূটনীতির মাধ্যমেই বিবাদের সমাধান করতে হবে।

শশী থারুরের অবস্থান

শশী থারুরের অবস্থান

এদিকে দেশের এই অবস্থানের কড়া সমালোচনা করেছিলেন শশী থারুর। কিন্তু এদিনের বৈঠকের পরে এস জয়শঙ্কর জানিয়েছেন, বিরোধীদের পাশে পেয়েছেন তাঁরা। সরকারের সঙ্গে দলমত নির্বিশেষে সকলেই ঐক্যবদ্ধ। বৈঠকের পর থারুর সাংবাদিকদের জানিয়েছেন, ইউক্রেনের পরিস্থিতিতে সকলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবেন। একটি টুইট করে তিনি জানিয়েছেন, ইউক্রেন নিয়ে কেন্দ্র পরামর্শক কমিটি নিয়ে যে বৈঠকের আয়োজন করেছে তার জন্য বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এবং তার সহকর্মীদের ধন্যবাদ। এই ধরনের বিদেশিনীতি প্রয়োজন। এদিন তিনি আরও বলেছেন, এদিনের বৈঠকে বন্ধুত্বপূর্ণ পরিবেশে ছিল। যখন জাতীয় স্বার্থের কথা আসে তখন আমরা সকলেই সর্বাগ্রে সকলেই ভারতীয়।

প্রিয়াঙ্কার অবস্থান

প্রিয়াঙ্কার অবস্থান

সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী বৈঠকটিকে খুব ভাল বলে বর্ণনা করেছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন, গোটা বিষয় নিয়ে তাঁদের সঙ্গে ভালভাবে আলোচনা হয়েছে। তাঁরা কেন্দ্রীয় সরকারের সঙ্গে ঐক্যবদ্ধ রয়েছে। ইউক্রেনে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের আর কয়েক দিনের মধ্যেই নিরাপদে ফিরিয়ে আনা হবে বলে বিরোধীদের জানিয়েছে কেন্দ্র। প্রসঙ্গত, ইউক্রেনে রাশিয়ার সামরিক আক্রমণের কারণে আকাশসীমায় সমস্যায় পড়ছেন ভারতীয় নাগরিকরা। রোমানিয়া হাঙ্গেরি এবং পোল্যান্ডে থাকা ভারতীয়দের বিশেষভাবে সরিয়ে নেওয়া হচ্ছে সেখানথেকে।

বৈঠক প্রসঙ্গে এস জয়শঙ্কর

বৈঠক প্রসঙ্গে এস জয়শঙ্কর

বৈঠকের পর বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, ইউক্রেনের পরিস্থিতি নিয়ে পরামর্শক কমিটি সঙ্গে খুব ভালো একটি আলোচনা হয়েছে। ইউক্রেন থেকে সমস্ত ভারতীয় দের ফিরিয়ে আনার জন্য সকলের প্রচেষ্টা এবং শক্তিশালী সমর্থনের প্রয়োজন। বৃহস্পতিবারে বৈঠক যে সফল তা বৈঠকে উপস্থিত সদস্যদের মন্তব্যে স্পষ্ট। ইতিমধ্যে ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিয়ে আসার জন্য ৪ কেন্দ্রীয় মন্ত্রী গিয়েছিলেন হাঙ্গেরি, রোমানিয়া, স্লোভাকিয়া ও পোল্যান্ডে। হরদীপ সিং পুরি গিয়েছিলেন হাঙ্গেরিতে, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া গিয়েছিলেন রোমানিয়ায়, কিরণ রিজিজু গিয়েছিলেন স্লোভাকিয়ায়, ভিকে সিং গিয়েছিলেন পোল্যান্ডে। এখন ভালোয় ভালোয় ঘরের ছেলে মেয়েরা ঘরে ফিরে আসুক, এটুকুই চায় দেশ।

Corona Update: পরপর মৃত্যু শূন্য! ২৪ ঘন্টায় সংক্রমণ কমে সুস্থতার পথে বাংলাCorona Update: পরপর মৃত্যু শূন্য! ২৪ ঘন্টায় সংক্রমণ কমে সুস্থতার পথে বাংলা

English summary
russia ukraine war opposition in support of the central government on evacuation of indians
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X