For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Russia-Ukraine Crisis: ভারতীয় ছাত্রদের পণবন্দি করার অভিযোগ রাশিয়ার! ২২০ জনকে নিয়ে গাজিয়াবাদে বায়ুসেনার বিমান

বুধবার রাশিয়ার (Russia) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) সঙ্গে কথা বলার সময় ভারতের প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi) ইউক্রেন (Ukraine) থেকে ভারতীয়দের সরাতে রাশিয়ার সাহায্য চান। পরে রাশিয়া জানায়, তাদের সে

  • |
Google Oneindia Bengali News

বুধবার রাশিয়ার (Russia) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) সঙ্গে কথা বলার সময় ভারতের প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi) ইউক্রেন (Ukraine) থেকে ভারতীয়দের সরাতে রাশিয়ার সাহায্য চান। পরে রাশিয়া জানায়, তাদের সেনা ইউক্রেন থেকে ভারতীয়দের (indian) উদ্ধারে সাহায্য করার চেষ্টা করছে, কিন্তু ইউক্রেনীয়রা সেখানে ভারতীয়দের পণবন্দি (hostage) করছে। অন্যদিকে এদিন সকালে ২২০ জন ভারতীকে নিয়ে ভারতীয় বায়ু সেনার বিমান গাজিয়াবাদের হিন্দন এয়ার বেসে এসে পৌঁছেছে।

ছাত্রদের সরাতে রাশিয়া-ভারত কথা

ছাত্রদের সরাতে রাশিয়া-ভারত কথা

বিভিন্ন সংবাদ মাধ্যমে আগে সংবাদ প্রকাশিত হয়েছিল খারকিভ থেকে ছাত্রীদের সরিয়ে নিয়ে যেতে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পরে ছাত্রদের বের করার চেষ্টা হচ্ছে। খারকিভের পতনের আগে রাশিয়ার তরফ থেকে সেখানে আটকে থাকা ভারতীয়দের সরাতে বলা হয়। তারপরেই ভারত সরকারের তরফ থেকে খারকিভে আটকে থাকা ভারতীয়দের পায়ে হেঁটে হলেও পার্শ্ববর্তী তিন শহরে যেতে পরামর্শ দেওয়া হয়। অ্যাডভাইসরিতে বলা হয়, ভারতীয়রা যেন পিসোচিন (১১ কিমি), বাবাই (১২ কিমি) কিংবা বেজলিউদিভকা (১৬ কিমি)এ- চলে যান। এর থেকেই পরিষ্কার হয়ে যায় রাশিয়া খারকিভে আক্রমণ আরও তীব্র করতে যাচ্ছে।

ভারতীয়দের পণবন্দি করার অভিযোগ রাশিয়ার

জানা গিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ভারতের প্রধানমন্ত্রীকে বলেছেন রাশিয়ার সেনা ভারতীয়দের স্থানান্তর নিশ্চিত করতে সাহায্য করবে। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রকের তরফে বলা হয়েছে, রাশিয়া তাদের নিজস্ব সামরিক পরিবহণ বিমানে ভারতীয় ছাত্রদের সরাতে তৈরি। তবে পরবর্তী সময়ে রাশিয়ার তরফে অভিযোগ করা হয়, ভারতীয়দের পণবন্দী করছে ইউক্রেনীয়রা। তাঁদেরকে মানব ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং তাঁদের সরে যেতেও বাধা দেওয়া হচ্ছে। এর আগে ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, ইউক্রেনে থাকা প্রায় ২০ হাজার ভারতীয়ের মধ্যে ১৭ হাজার জন ইউক্রেন ছাড়তে সক্ষম হয়েছেন। পাশাপাশি কিয়েভে থাকা ভারতীয় দূতাবাসের একটি অংশ পোল্যান্ড সীমান্তের লভিভে নতুন অফিস খুলেছে।

 গাজিয়াবাদে এসে পৌঁছেছে ভারতীয় বিমান

গাজিয়াবাদে এসে পৌঁছেছে ভারতীয় বিমান

এদিকে এদিন সকালে গাজিয়াবাদের হিন্দন এয়ারবেসে এসে পৌঁছেছে ভারতীয় বায়ুসেনার বিমান। ওই বিমানে ২২০ জন যাত্রী ছিলেন। ভারতীয় বিমান বাহিনীর সি-১৭ বিমান হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট থেকে রওনা দেয়। এই বিমানটিকে ফের ভারতীয়দের ফেরানোর কাজে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় ভাট। এর আগে প্রধানমন্ত্রী ভারতীয় বিমান বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন অপারেশন গঙ্গায় সামিল হওয়ার জন্য।

ফের উচ্চপর্যায়ের বৈঠক প্রধানমন্ত্রীর

ফের উচ্চপর্যায়ের বৈঠক প্রধানমন্ত্রীর

বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোনে কথা বলার পাশাপাশি প্রধানমন্ত্রী মোদী উচ্চপর্যায়ের বৈঠক করেন ইউক্রেন সংকট নিয়ে। সেই বৈঠকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, কেন্দ্রীয় মন্ত্রী পীষুষ গোয়েল, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বিদেশ সচিব হর্ষবর্ধন ছাড়াও আরও বেশ কয়েকজন শীর্ষ আধিকারিক উপস্থিত ছিলেন।

Russia-Ukraine Crisis: রাষ্ট্রসংঘে আবারও ভোটদানে বিরত! ছাত্রছাত্রীদের ইউক্রেনের ৩ শহরে সরতে বলল ভারতRussia-Ukraine Crisis: রাষ্ট্রসংঘে আবারও ভোটদানে বিরত! ছাত্রছাত্রীদের ইউক্রেনের ৩ শহরে সরতে বলল ভারত

English summary
Russia alleges Ukrainina held hostage Indians, 220 people reaches Hindon airbase through IAF flight
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X