For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Russia-Ukraine Crisis: অবরুদ্ধ ইউক্রনের আকাশ, কোন পথে ফেরানো হবে ভারতীয়দের নতুন নির্দেশিকা জারি

Russia-Ukraine Crisis: অবরুদ্ধ ইউক্রনের আকাশ, কোন পথে ফেরানো হবে ভারতীয়দের নতুন নির্দেশিকা জারি

Google Oneindia Bengali News

ইউক্রেনে আটকে রয়েছেন ১৬,০০০ ভারতীয়। তাঁকে কীভাবে ফেরানো হবে তার জন্য নতুন গাইডলাইন প্রকাশ করল বিদেশমন্ত্রক। সূত্রের খবর ইউক্রেনের আকাশ পথ বন্ধ করে দেওয়া হয়েছে। সব বিমাববন্দরও বন্ধ। কাজেই সেখান থেকে ভারতীয়কের কীভাবে ফেরানো হবে সেটা একটা বড় চ্যালেঞ্জ। সকাল থেকে এই নিয়ে দীর্ঘ আলাপ আলোচনার পর ঠিক করা হয়েছে রোমানিয়া এবং হাঙ্গেরি হয়ে ভারতীয়দের ফিরিয়ে আনা হবে দেশে। এবং সেই বিমানের খরচ কেন্দ্র বহন করবে।

ইউক্রেন থেকে ফেরানোর তোরজোর

ইউক্রেন থেকে ফেরানোর তোরজোর

ইউক্রেন আটকে রয়েছেন ১৬,০০০ ভারতীয়। তাঁরা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে রয়েছে। ভারতে উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন তাঁদের আত্মীয়দের। গতকাল থেকেই সেখানে আটকে থাকা ভারতীয়দের ফেরানোর তৎপরতা শুরু করে দিয়েছে বিদেশমন্ত্রক। দিল্লিতে খোলা হয়েছে কন্ট্রোল রুম। তারপরে হরিয়ানা এবং পশ্চিমবঙ্গেও খোলা হয়েছে কন্ট্রোলরুম। সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আস্বস্ত করেছিলেন যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে ভারতীয়দের নিরাপদে সরিয়ে আনা হবে।

কোন পথে ফেরানো হবে ভারতীয়দের

কোন পথে ফেরানো হবে ভারতীয়দের

যুদ্ধ ঘোষণার পরেই ইউক্রেন আকাশ পথ বন্ধ করে দিয়েছিল। সেই সঙ্গে একাধিক বিমানবন্দরও বন্ধ করে দিয়েছে। যার ফলে ইউক্রেনে বিমান ওঠানামা এক প্রকার বন্ধ রয়েছে। কেবল বায়ুসেনা ঘাঁটিগুলিকে বিমান ওঠানামা করছে। এই পরিস্থিতিতে সেখানে আটকে থাকা ভারতীয়দের কীভাবে ফেরানো হবে তা নিয়ে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে। বিদেশমন্ত্রকের পক্ষ থেকে নতুন নির্দেশিকা জারি করে বলা হয়েছে হাঙ্গেরি এবং রোমানিয়া হয়ে ফেরানো হবে ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের। এবং বিমানের খরচ বহন করবে মোদী সরকার।

কীভাবে আনা হবে ভারতীয়দের

কীভাবে আনা হবে ভারতীয়দের

ইউক্রেন থেকে ভারতীয়দের রোমানিয়া অথবা হাঙ্গেরিতে থেকে বলা হয়েছে। এই দুই দেশের সঙ্গে কথা বলেছে ভারতের বিদেশমন্ত্রত। এই দুই দেশে ভারতীয় দূতাবাসের কর্মীদের নির্দেশিকা দেওয়া হয়েছে সীমান্তে ভারতীয়দের নিয়ে আসার জন্য। হাঙ্গেরি সীমান্ত এবং রোমানিয়া সীমান্তে বিশেষ টিম পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের সেই চেক পয়েন্ট পর্যন্ত পৌঁছতে হবে। তারপরেই তাঁদের দেশে ফোরানোর ব্যবস্থা করবে ভারত। একটি হেল্পলাইন নম্বরও তৈরি করা হয়েছে। সেই সঙ্গে ভারতীয়দের নিজেদের পাসপো্র্ট সঙ্গে রাখার কথা বলা হয়েছে। যে গাড়িতে বা বাসে তাঁরা হাঙ্গেরি এবং রোমািনয়ার সীমান্তে পৌঁছবে সেই গাড়িতে ভারতের পতাকা স্পষ্ট ভাবে যেন লাগানো থাকে। তাঁদের ভ্যাকসিন সার্টিফিকেটও সঙ্গে রাখতে বলা হয়েছে।

৪০০ পড়ুয়া আটকে

৪০০ পড়ুয়া আটকে

ইউক্রেন রাশিয়া সীমান্তের শহর সামিতে প্রায় ৪০০ মেডিকেল পড়ুয়া আটকে রয়েছে। কলেজের বেসমেন্টে রয়েছেন তাঁরা। সেখান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশে ফেরানোর কাতর আর্জি জানিয়েছেন তাঁরা। বাইরে থেকে গুলির শব্দ ভেসে আসছে। তাঁরা জানিয়েছে বাইরে মার্শাল ল জারি করা হয়েছে তাই বাইরে বেরিয়ে এটিএম থেকে টাকা তুলতে যেতেও পারছেন না তাঁরা। তীব্র সংকটের মধ্যে রয়েছেন।

প্রতীকী ছবি

English summary
Russia-Ukraine Crisis: India issued new guidline for returning contry people from Ukraine
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X