For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তিরঙ্গাকে একসময় অশুভ আখ্যা দিয়েছিল আরএসএস, অভিযোগ আসাদউদ্দিনের

তিরঙ্গাকে একসময় অশুভ আখ্যা দিয়েছিল আরএসএস, অভিযোগ আসাদউদ্দিনের

Google Oneindia Bengali News

অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান তথা হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি এবার জাতীয় পতাকার সম্মান করার বিষয়ে খোঁচা দিলেন আরএসএস ও বিজেপিকে। মেদাক জেলার মিউনিসিপাল নির্বাচনের জন্যে প্রার্থী দিয়েছে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন। সেই প্রেক্ষিতেই সেখানে সভা করতে গিয়েছিলেন আসাদউদ্দিন। সেখানেই বিজেপি ও আরএসএস-কে তোপ দাগেন তিনি।

বিজেপিক ওয়েইসির আক্রমণ

বিজেপিক ওয়েইসির আক্রমণ

আসাদউদ্দিন বলেন, 'আমি বিজেপি জিজ্ঞাসা করতে চাই, এটা কি সত্যি ছিল না যে যখন ভারতের জাতীয় পতাকা হিসাবে তিরঙ্গার ঘোষণা করা হয় তখন আরএসএস এই পতাকাকে অশুভ বলেছিল? আমি তাদের চ্যালেঞ্জ জানাচ্ছি যে আমার এই মন্তব্যকে ওরা উড়িয়ে দিক। খণ্ডন করতে ওরা পারবে না। আমার কাছে প্রমাণ রয়েছে।'

তিরঙ্গা মিছিল নিয়ে বিজেপি-কংগ্রেসকে তোপ

তিরঙ্গা মিছিল নিয়ে বিজেপি-কংগ্রেসকে তোপ

কয়েকদিন আগে হায়দরাবাদে অনুষ্ঠিত তিরঙ্গা ব়্যালি নিয়ে ওয়েইসি বলেন, 'আমরা সম্প্রতী তিরঙ্গা ব়্যালি করেছিলাম। এক লক্ষেরও বেশি লোক সেই মিছিলে পা মেলান। এরপর বিজেপি ও কংগ্রেস এই মিছিল দেখল তখন তারা বলল যে আমি নাকি তিরঙ্গা উঠিয়েছি ওদের ভয় পেয়ে।' তিনি আরও বলেন, 'আমি তাদের বলে দিতে চাই যে তারা ভুল ভাবছে। এটা আমাদের পতাকা, এটা আমাদের দেশ। এর আগে বিজেপির হাতে তিরঙ্গা তো ছিল কিন্তু মনে গোডসে ছিল।'

কংগ্রেসকে ওয়েইসির আক্রমণ

কংগ্রেসকে ওয়েইসির আক্রমণ

এরপর কংগ্রেসকেও আক্রমণ করে সমাবেশে আসা জনতার উদ্দেশ্যে ওয়েইসি বলেন, 'কংগ্রেসের লোকোদের কাছে প্রচুর টাকা রয়েছে। তাদের থেকে সেই টাকাগুলি নিন। সেগুলি আপনারা আমার জন্যেই পাচ্ছেন। তবে ভোটটা আমাকেই দেবেন। তবে ওরা টাকা দিলে সেটা নিয়ে নিন, কোনও অসুবিধা নেই। আমি অবশ্য কংগ্রেসের উদ্দেশ্যে বলতে চাই যে তারা আমার দামটা একটু বাড়িয়ে দিক। আমার দাম শুধুমাত্র ২০০০ টাকা নয়। আমাদ দাম তার থেকে অনেক বেশি।'

শান্তি বজায় রাখার আবেদন

শান্তি বজায় রাখার আবেদন

এদিকে তেলাঙ্গানার নির্মল জেলার ভাইনসাতে দুই সম্প্রদায়ের মধ্যে সোমবার পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে বলে জানা যায়। দুই সম্প্রদায়ই একে অপরকে লক্ষ্য করে পাথড় ছোড়ে। সেই বিষয়ে আসাদউদ্দিন রাজ্যের কেসিআর-এর সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে পরিস্থিতি শান্ত করার আবেদন জানান। আসাদউদ্দিন বলেন, 'যা হয়েছে তা নিন্দনীয়। আমি অবিলম্বে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি যে সকল দোষীকে ধরার ব্যবস্থা করা হোক। যারা যারা এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন আমি তাদেরকে ক্ষতিপূরণও দিতে চাই। আমি ভাইনসার লোকেদের শান্তি বজায় রাখার আবেদন করছি।'

সিএএ–এনআরসি নিয়ে গত একমাসে ৮২টি প্রতিবাদ–বিক্ষোভের সাক্ষী এই শহরসিএএ–এনআরসি নিয়ে গত একমাসে ৮২টি প্রতিবাদ–বিক্ষোভের সাক্ষী এই শহর

English summary
RSS once termed tricolour inauspicious alleged Asaduddin Owaisi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X