For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বামশাসিত রাজ্যে জাতীয় পতাকা উত্তোলন ঘিরে বিতর্কে আরএসএস প্রধান মোহন ভাগবত

প্রজাতন্ত্র দিবসের সকালে কেরলের পালাক্কড়ের একটি স্কুলে পতাকা উত্তোলন করে বিতর্কে জড়িয়েছেন আরএসএস প্রধান মোহন ভাগবত>

  • |
Google Oneindia Bengali News

প্রজাতন্ত্র দিবসের সকালে কেরলের পালাক্কড়ের একটি স্কুলে পতাকা উত্তোলন করে বিতর্কে জড়িয়েছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। কেরল সরকারের নির্দেশ ছিল যে, প্রজাতন্ত্র দিবসে কেবলমাত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হেড মাস্টার বা প্রিন্সিপালই পতাকা উত্তোলন করতে পারবেন। আর পালাক্কাড়ের এই স্কুলে সেই নির্দেশ মানা হয়নি।

বামশাসিত রাজ্যে জাতীয় পতাকা উত্তোলন ঘিরে বিতর্কে আরএসএস প্রধান মোহন ভাগবত

উল্লেখ্য, বাম শাসিত কেরল সরকারের নির্দেশ না মেনে স্কুলে মোহন ভাগবতকে দিয়ে পতাকা উত্তোলন করা হয়। কেরলের পালাক্কড়ের ব্য়াস বিদ্য়া পীঠম স্কুলে গিয়ে সকাল সাড়ে নটা নাগাদ পতাকা উত্তোলন করেন মোহন ভাগবত। তারপর থেকেই রাজ্য সরকারের নিয়মবিধি ভঙ্গ করা নিয়ে বিতর্কে জড়িয়ে যান গেরুয়া শিবিরের এই নেতা।

পালাক্কড়ে ৩ দিনের আরএসএস -র সভায় যোগ দিতে কেরল পৌঁছন মোহন ভাগবত। যদিও বিতর্কের কথা উড়িয়ে , আরএসএস -র তরফে জানানো হয়, তাঁরা কানওভাবেই চাননি রাজ্য সরকারের নিয়ম লঙ্ঘন করতে। পতাকা উত্তোলনের মাধ্যমে তিনি নিয়ম লঙ্ঘন করেননি বলেওএ দাবি করা হয়েছে আরএসএস -এর তরফে।

English summary
Rashtriya Swayamsevak Sangh (RSS) chief Mohan Bhagwat on Friday unfurled the tricolour on Republic Day at a school in Kerala’s Palakkad town, flouting the state government’s directive that the flag will only be hoisted by the heads educational institutes.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X