For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিবিআই ইস্যুতে উত্তাল সংসদ, একযোগে আক্রমণ বিরোধীদের, পাল্টা দিল বিজেপিও

কলকাতা পুলিশের সঙ্গে সিবিআই এর দ্বন্দ্ব আর প্রশাসনিক নেই। তা রাজনৈতিক হয়ে গিয়েছে। যার ঢেউ আছড়ে পড়েছে সংসদে।

  • |
Google Oneindia Bengali News

কলকাতা পুলিশের সঙ্গে সিবিআই এর দ্বন্দ্ব আর প্রশাসনিক নেই। তা রাজনৈতিক হয়ে গিয়েছে। যার ঢেউ আছড়ে পড়েছে সংসদে। এদিন সিবিআই ইস্যুতে কেন্দ্র সরকারকে একযোগে আক্রমণ করল বিরোধী মহাজোট। তাতে যোগ দিল কংগ্রেসও। পাল্টা বিজেপিও বিরোধীদের গণতন্ত্র হত্যার দায়ে অভিযুক্ত করে আক্রমণ শানিয়েছে।

এদিন সংসদে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে একযোগে ধিক্কার জানায় বিরোধীরা। তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জবাবদিহি করতে বলেন।

তৃণমূলের প্রতি সমবেদনা জানিয়ে কেন্দ্রকে আক্রমণের রাস্তায় হেঁটেছে ওড়িশার সরকারি দল বিজেডি। একযোগে বিজেপি ও সিবিআইকে আক্রমণ করেছে বিজু পট্টনায়েকের দল। বলেছে, আমরা বানানা রিপাবলিকে বাস করি না, যেখানে কোনও গণতন্ত্র নেই।

কংগ্রেসের তরফে মল্লিকার্জুন খারগে সিবিআইকে অপপ্রয়োগের অভিযোগে সরব হয়েছেন। একই অভিযোগ করেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, এনসিপির তরফে শরদ পাওয়ার, আরজেডির তরফে তেজস্বী যাদব। এমনকী টিডিপি দলের তরফেও মমতাকে সমর্থন দেওয়া হয়েছে।

এদিন পাল্টা স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সংসদে জানিয়েছেন, এমনি এমনি সিবিআই আধিকারিকেরা কলকাতায় পৌঁছে যায়নি। রাজীব কুমারকে বারবার বলার পরও তিনি তদন্তে সহযোগিতা করেননি, তথ্য দেওয়ার কথা বললেও তা এড়িয়ে যান। ফলে বাধ্য হয়ে সিবিআইকে রাজীব কুমারের কাছে যেতে হয়েছে। এদিকে সিবিআই আদালতে অভিযোগ করেছে, তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টা করেছেন রাজীব কুমার। এই মামলার শুনানি মঙ্গলবার হতে চলেছে।

English summary
Roar in parliament on CBI issue, opposition hits back at BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X