For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীর জন্য দৌড়! তৃতীয় রাউন্ডের শেষে শীর্ষে ঋষি সুনক, প্রতিদ্বন্দ্বী কমে তিন

ব্রিটেনের প্রধানমন্ত্রী (Prime Minister) নির্বাচনে তৃতীয় রাউন্ডের ভোটে আরও এগিয়ে গেলেন প্রাক্তন চ্যান্সেলর ঋষি সুনাক (Rishi Sunak)। এই ফলাফলের জেরে প্রধানমন্ত্রীর পদে প্রতিদ্বন্দ্বির সংখ্যাতিনে নেমে এসেছে। ফলে তিনিই

  • |
Google Oneindia Bengali News

ব্রিটেনের প্রধানমন্ত্রী (Prime Minister) নির্বাচনে তৃতীয় রাউন্ডের ভোটে আরও এগিয়ে গেলেন প্রাক্তন চ্যান্সেলর ঋষি সুনক (Rishi Sunak)। এই ফলাফলের জেরে প্রধানমন্ত্রীর পদে প্রতিদ্বন্দ্বির সংখ্যা তিনে নেমে এসেছে। ফলে তিনিই যে সেরা প্রধানমন্ত্রী হবেন, সংবাদ মাধ্যমে প্রাক্তন স্বাস্থ্য সচিবের দেওয়া সাক্ষাৎকারই যেন সত্য হতে যাচ্ছে।

ঋষি সুনকের প্রতিদ্বন্দ্বী যাঁরা

ঋষি সুনকের প্রতিদ্বন্দ্বী যাঁরা

সোমবার ১৮ জুলাই তৃতীয় রাউন্ডে ৩৫৮ জন সাংসদের মধ্যে ৩৫৭ জন ভোট দিয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে ঋষি সুনক নিজের ১ নম্বর জায়গা ধরে রাখতে পেরেছেন। দ্বিতীয় রাউন্ডে তিনি ১০১ ভোট পেলেও তৃতীয় রাউন্ডে
তা বাড়িয়ে ১১৫-তে নিয়ে যেতে পেরেছেন। বাণিজ্য সচিব পেনি মর্ডান্ট দ্বিতীয় রাউন্ডে ৮২ ভোট পেয়েছেন। যা শেষ রাউন্ডের থেকে ১ ভোট কম। তৃতীয়স্থানে রয়েছেন পররাষ্ট্রসচিব লিজ ট্রাস, যিনি ভোট বাড়িয়ে ৭১-এ নিয়ে যেতে সক্ষম হয়েছেন।
এছাড়াও রয়েছেন কেমি ব্যাডেনোচ যিনি শেষ রাউন্ডে ৫৮ ভোটে পেয়েছেন। আগের রাউন্ডে যা ছিল ৪৯।
টম তুগেনঘাট এবার ৩১ ভোটে হেরেছেন। তবে তিনি এবার কাকে সমর্থন করবেন তা স্পষ্ট নয়।

 মঙ্গলবার চতুর্থ রাউন্ড

মঙ্গলবার চতুর্থ রাউন্ড

ওপরে উল্লেখিত লড়াইয়ে থাকা ৪ প্রার্থী মঙ্গলবার চতুর্থ রাউন্ডের লড়াইয়ে সামিল হবেন। বুধবার হবে শেষ দফার ভোট। সেই সময় দুজন প্রার্থী থাকবেন। সেই দুই প্রার্থী সারা দেশে টোরি দলের সমর্থকদের উদ্দেশে সমর্থনের আহ্বান করে প্রচার চালাবেন। বিশ্লেষকরা নিশ্চিত শেষ রাউন্ডে দুই প্রার্থীর একজন হবেন ঋষি সুনক। কিন্তু দ্বিতীয় প্রার্থী কে হবেন, তা নিয়েই প্রশ্ন।

 বরিস জনসনের প্রভাব

বরিস জনসনের প্রভাব

অনেকেই বলছেন এই পরিস্থিতিতে বর্তমান প্রধানমন্ত্রী বরিস জনসনের বড় প্রভাব কাজ করতে পারে। কেননা বরিস জনসন বলেছেন ঋষি সুনকই একমাত্র নন, যিনি তাঁর স্থলাভিষিক্ত হতে পারেন। এছাড়াও শেষ মুহূর্তে দুই প্রধানপ্রার্থখী হাত মেলাতে পারেন। এছাড়াও টোরি পার্টির ভোটে ঋষি সুনক হেরে যেতে পারেন বলেও মনে করছেন অনেকে। যদিও সুনক শিবির তাঁর জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। তারা ইতিমধ্যএ মন্ত্রিসভা গঠন নিয়েও নাকি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।

চূড়ান্ত ফল ঘোষণা ৫ সেপ্টেম্বর

চূড়ান্ত ফল ঘোষণা ৫ সেপ্টেম্বর

ব্রিটেনে একদিকে যেমন তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁয়েছে, তার সঙ্গে সংসদের অভ্যন্তরেও প্রধানমন্ত্রী নির্বাচন নিয়ে উত্তাপ। বিরুদ্ধে আনা অনাস্থায় ১১১ ভোটে সরকার জয়লাভ করে। নেতৃত্ব নির্বাচনের মধ্যে যদি ভোট ব্যর্থ হত তাহলে
রানির দেশকে অসময়ে সাধারণ নির্বাচনের মুখে পড়তে হত। বর্তমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা হবে ৫ সেপ্টেম্বর।

সোনিয়াকে তীব্র সমালোচনার পরেও উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী আলভা! কংগ্রেসে কি রাশ আলগা গান্ধী পরিবারেরসোনিয়াকে তীব্র সমালোচনার পরেও উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী আলভা! কংগ্রেসে কি রাশ আলগা গান্ধী পরিবারের

English summary
Rishi Sunak is leading in UK's PM's race in the third round of voting by Conservative party
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X