For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশ পেতে চলেছে প্রথম মহিলা সিবিআই প্রধান! তিনি আবার বাঙালিও বটে

সবকিছু ঠিক থাকলে দেশ পেতে চলেছে প্রথম মহিলা সিবিআই ডিরেক্টর।

  • |
Google Oneindia Bengali News

সবকিছু ঠিক থাকলে দেশ পেতে চলেছে প্রথম মহিলা সিবিআই ডিরেক্টর। একইসঙ্গে তিনি একজন বাঙালিও বটে। ফলে দুই দিক থেকেই মাস্টারস্ট্রোক দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

দেশ পেতে চলেছে প্রথম বাঙালি সিবিআই প্রধান! তিনি আবার বাঙালিও বটে

আগামী কয়েকদিনের মধ্যে সিবিআই প্রধান পদে স্থায়ী ডিরেক্টর বেছে নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে তিন সদস্যের কমিটি। সেখানে লোকসভার বিরোধী দলনেতা ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিরও থাকার কথা।

সবমিলিয়ে মোট ১২ জন প্রার্থীর নাম বাছাই করা হয়েছে। সেই তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছেন আইপিএস রিনা মিত্র। এছাড়াও রয়েছেন গুজরাত পুলিশের ডিজিপি শিবানন্দ ঝা ও এনআইএ-র ডিরেক্টর জেনারেল ওয়াইসি মোদী।

[আরও পড়ুন:তৃণমূল ২০টির বেশি আসন পেলে রাজনীতি ছেড়ে দেবেন, চূড়ান্ত চ্যালেঞ্জ মুকুল রায়ের][আরও পড়ুন:তৃণমূল ২০টির বেশি আসন পেলে রাজনীতি ছেড়ে দেবেন, চূড়ান্ত চ্যালেঞ্জ মুকুল রায়ের]

রিনাদেবী পদ পেলে তিনি প্রথম মহিলা সিবিআই প্রধান হবেন। এছাড়া বাঙালি হিসাবেও রেকর্ড গড়বেন। ১৯৮৩ সালের ব্যাচের আইপিএস অফিসার রিনা মিত্র এই মুহূর্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিশেষ সচিব পদে কাজ করছেন।

[আরও পড়ুন: 'রাহুল ফেল করেছেন, তাই এন্ট্রি প্রিয়াঙ্কার', কড়া প্রতিক্রিয়া বিজেপির][আরও পড়ুন: 'রাহুল ফেল করেছেন, তাই এন্ট্রি প্রিয়াঙ্কার', কড়া প্রতিক্রিয়া বিজেপির]

তাঁর ভাবমূর্তি খুব পরিষ্কার। কোনও বিতর্ক নেই। ১৯৯৯ সালে পুলিশ পদক ও ২০০৮ সালে রাষ্ট্রপতি পদক পেয়েছেন রিনা মিত্র। পাঁচ বছর এর আগে সিবিআইয়ে কাজ করেছেন তিনি।

[আরও পড়ুন:লোকসভায় গড় বাঁচাতে প্রিয়াঙ্কাকে নামিয়ে মোক্ষম চাল কংগ্রেসের ][আরও পড়ুন:লোকসভায় গড় বাঁচাতে প্রিয়াঙ্কাকে নামিয়ে মোক্ষম চাল কংগ্রেসের ]

English summary
Rina Mitra may become first woman CBI chief by PM MOdi govt.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X