For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজীবের মতো নেহরুও গিয়েছিলেন সরকারি সফরে! মোদীর দাবি খারিজ তথ্য প্রাক্তন নৌসেনা আধিকারিকের

রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী পরিবারকে নিয়ে যুদ্ধ জাহাজ আইএনএস বিরাটে ছুটি কাটিয়েছিলেন।

  • |
Google Oneindia Bengali News

প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী পরিবারকে নিয়ে যুদ্ধ জাহাজ আইএনএস বিরাটে ছুটি কাটিয়েছিলেন। প্রধানমন্ত্রীর এই দাবি খারিজ করে দিলেন অবসরপ্রাপ্ত ভাইস অ্যাডমিরাল বিনোদ পাসরিচা। তিনিই ১৯৮৭ সালে আইএনএস বিরাটের দায়িত্বে ছিলেন। তিনি দাবি করেছেন, গান্ধী পরিবার সরকারি সফরেই সেখানে গিয়েছিলেন। একইসঙ্গে তিনি দাবি করেছেন, ওই সফরে গান্ধী পরিবারের সঙ্গে কোনও বিদেশি কিংবা, আর কোনও বন্ধু ছিলেন না।

আইএনএস বিরাটকে ব্যক্তিগত কাজে ব্যবহার, অভিযোগ মোদীর

আইএনএস বিরাটকে ব্যক্তিগত কাজে ব্যবহার, অভিযোগ মোদীর

দিল্লির সভা থেকে মঙ্গলবার প্রধানমন্ত্রীর অভিযোগ ছিল, যেসময় দেশের নৌসীমায় পাহাড়া দেওয়ার কথা ছিল আইএনএস বিরাটের, সেই সময় রাজীব গান্ধী ও তাঁর পরিবার যুদ্ধ জাহাজ
নিয়ে এক দ্বীপে গিয়েছিলেন ছুটি কাটাতে। এমন কী সেই তালিকায় তাঁর শ্বশুরবাড়ির লোকেরাও ছিলেন। এটা কি জাতীয় সুরক্ষার সঙ্গে সমঝোতা নয়, প্রশ্ন করেছেন
প্রধানমন্ত্রী। মোদী ১৯৮৭ সালে রাজীব গান্ধীর লাক্ষাদ্বীপে ছুটি কাটানোকে উল্লেখ করতে চেয়েছিলেন।

প্রাক্তন নৌসেনা আধিকারিকের দাবি

প্রাক্তন নৌসেনা আধিকারিকের দাবি

প্রাক্তন নৌসেনা আধিকারিক অবসরপ্রাপ্ত ভাইস অ্যাডমিরাল বিনোদ পাসরিচা দাবি করেছেন, গান্ধী পরিবার সরকারি সফরেই সেখানে গিয়েছিলেন।

একইসঙ্গে তিনি দাবি করেছেন, ওই সফরে গান্ধী পরিবারের সঙ্গে কোনও বিদেশি কিংবা, আর কোনও বন্ধু ছিলেন না।

[আরও পড়ুন: রাজীব গান্ধীর মৃত্যুর জন্য দায়ী বিজেপি, পাল্টা দাবি কংগ্রেসের][আরও পড়ুন: রাজীব গান্ধীর মৃত্যুর জন্য দায়ী বিজেপি, পাল্টা দাবি কংগ্রেসের]

নেহরুর হংকং সফরে ছিলেন পরিবারের সদস্যরা

নেহরুর হংকং সফরে ছিলেন পরিবারের সদস্যরা

এই ধরনের ঘটনা ঘটে থাকে বলেছেন, অবসরপ্রাপ্ত ভাইস অ্যাডমিরাল বিনোদ পাসরিচা। তিনি জানিয়েছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর হংকং সফরে
তাঁর কন্যা ও নাতিরা ছিলেন।

এদিকে, বর্ষীয়ান কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল রাজীব গান্ধীর মৃত্যুর জন্য বিজেপি সমর্থিত ভিপি সিং সরকারকে দায়ী করেছেন। শহিদ প্রাক্তন প্রধানমন্ত্রীকে আক্রমণকে
কাপুরুষোচিত কাজ বলে বর্ণনা করেছেন।

[আরও পড়ুন: নৌসেনার যুদ্ধজাহাজ নিয়ে বেড়াতে যেত গান্ধী পরিবার! ফের প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিয়ে সরব মোদী][আরও পড়ুন: নৌসেনার যুদ্ধজাহাজ নিয়ে বেড়াতে যেত গান্ধী পরিবার! ফের প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিয়ে সরব মোদী]

English summary
Retired Vice Admiral Vinod Pasricha who led INS Viraat when the Gandhi's were on board for a vacation to Lakshadweep's Bangaram Atoll called PM Modi’s statement “incorrect” and alleged that the Gandhi family was on-board for an official visit.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X