For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে নজরকাড়া ট্যাবলোগুলি একনজরে

৬৯ তম প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে রঙবেরঙের ট্যাবলো। সব মিলিয়ে ২৩ টি ট্যাবলোর মধ্যে ১৪ টি ছিল বিভিন্ন রাজ্য কিংবা কেন্দ্রশাসিত অঞ্চলের। এবারেই প্রথম ট্যাবলো নামিয়েছিল অল ইন্ডিয়া রেডিও।

  • |
Google Oneindia Bengali News

৬৯ তম প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে রঙবেরঙের ট্যাবলো। সব মিলিয়ে ২৩ টি ট্যাবলোর মধ্যে ১৪ টি ছিল বিভিন্ন রাজ্য কিংবা কেন্দ্রশাসিত অঞ্চলের। এবারেই প্রথম ট্যাবলো নামিয়েছিল অল ইন্ডিয়া রেডিও।

এবারের প্রজাতন্ত্র দিবসে বাংলার তরফে কোনও ট্যাবলো না থাকলেও, রঙবেরঙের ট্যাবলো সবারই চোখ টেনেছে। একনজরে দেখে নেওয়া যাক বেশ কয়েকটি ট্যাবলো।

আকাশবাণীর ট্যাবলো

আকাশবাণীর ট্যাবলো

দিল্লির রাজপথে স্বাধীন ভারতে প্রথমবারের জন্য ট্যাবলো নামিয়েছিল অল ইন্ডিয়া রেডিও। প্রজাতন্ত্র দিবসের প্যারেডের অঙ্গ হিসেবে ট্যাবলোর সারিতে প্রথমটি ছিল এই ট্যাবলোটিই। যাতে ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'মন কী বাত'-এর বার্তা।

হিমাচল প্রদেশ ও মনিপুর

হিমাচল প্রদেশ ও মনিপুর

প্রজাতন্ত্র দিবসের প্যারেডে হিমাচল প্রদেশ এবং মনিপুরের ট্যাবলো অনেকেরই নজর টেনেছে।

জম্মু ও কাশ্মীর

জম্মু ও কাশ্মীর

দিল্লির রাজপথে ৬৯ তম প্রজাতন্ত্র দিবসে ছিল জম্মু ও কাশ্মীরের ট্যাবলোও।

গুজরাত

গুজরাত

মহাত্মা গান্ধী এবং চড়কা নিয়ে ট্যাবলো করেছিল মোদী-অমিত শাহের গুজরাত।

আয়কর দফতর

আয়কর দফতর

দিল্লির রাজপথে ছিল আয়কর দফতরের ট্যাবলোও।

ন্যাশনাল সিকিউরিটি গার্ড(এনএসজি)

ন্যাশনাল সিকিউরিটি গার্ড(এনএসজি)

কমান্ডোদের অ্যাকশন নিয়ে ট্যাবলো বানিয়েছিল ন্যাশনাল সিকিউরিটি গার্ড।

আসিয়ান ট্যাবলো

আসিয়ান ট্যাবলো

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির শিল্পীদের নিয়ে অ্যাশিয়ান-এর ট্যাবলো ছিল চোখে পড়ার মতো।

মহারাষ্ট্র

মহারাষ্ট্র

শিবাজীকে নিয়ে ট্যাবলো তৈরি করেছিল বিজেপি শাসিত মহারাষ্ট্র।

English summary
Republic Day Tableaus in Delhi display glimpses of dynamic India.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X