For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লিতে উবার ট্যাক্সি পরিষেবা নিষিদ্ধ করল পরিবহণ দফতর

Google Oneindia Bengali News

দিল্লিতে উবার ট্যাক্সি পরিষেবা নিষিদ্ধ করল পরিবহণ দফতর
নয়াদিল্লি, ৮ ডিসেম্বর : সাম্প্রতিক ধর্ষণের ঘটনার জেরে এবার রাজধানীতে বেসরকারি ট্যাক্সি পরিষেবা সংস্থা উবার-এর যাবতীয় কার্যকলাপ নিষিদ্ধ করল দিল্লি সরকার। একইসঙ্গে কোনও পরিবহন পরিষেবা প্রদানের ক্ষেত্রে এই সংস্থাকে কালো তালিকাভুক্তও করা হল।

২৭ বছরের এক মহিলাকে এই উবার সংস্থার ট্যাক্সিচালক ধর্ষণ করে বলে অভিযোগে উত্তাল হয় রাজধানী। যদিও শনিবারই মথুরা থেকে অভিযুক্ত উবার ট্যাক্সি চালককে গ্রেফতার করে পুলিশ। পুলিশ ভেরিফিকেশন ছাড়াই কেন কোনও ব্যক্তিকে এই সংস্থা নিযুক্ত করে তা নিয়েও উঠতে থাকে প্রশ্ন। এর পরে জানা যায় এই প্রথমবার নয়, এর আগেও ২০১১ সালে এই একই চালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছিল। এবং সাত মাসের জেলও খেটেছিল অভিযুক্ত।

এর পরই সোমবার এই সংস্থার কাজ দিল্লিতে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় পরিবহন দফতর। তা অবিলম্বে কার্যকর করার নির্দেশও দিয়েছে পরিবহন দফতর। একটি বিবৃতিতে পরিবহন দফতরের তরফে জানানো হয়েছে, ডিএল১ওয়াইডি ৭৯১০ ট্য়াক্টিটি যাতে ওই মহিলাকে ধর্যণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে, তার পারমিট বাতিল করে দেওয়া হয়েছে, বাতিল করা হয়েছে অভিযুক্ত চালকের লাইসেন্সও।

English summary
End of road for Uber taxis in Delhi as government bans operations
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X