For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তামাক ও ক্যান্সার নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিপাকে বিজেপি সাংসদ

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ৩১ মার্চ : ১ এপ্রিল থেকে তামাকজাত দ্রব্যের প্যাকেটের উপর সচেতনতামূলক ছবির আয়তন বড় করার সময়সীমা ধার্য করা হয়েছিল। কিন্তু বিভিন্ন মহল থেকে চাপ আসায় হয়তো তা পিছতে পারে। এদিকে তারই মাঝে তামক সেবনে ক্যান্সার প্রসঙ্গে মন্তব্য করে বিতর্কের ঝড় তুললেন বিজেপি সাংসদ তথা সংসদীয় প্যানেলের প্রধান দিলীপ গান্ধী।

মঙ্গলবার তিনি বলেন, কোনও ভারতীয় সমীক্ষা এটি নিশ্চিত করতে পারেনি যে তামাক সেবনে ক্যান্সার হয়। মহারাষ্ট্রের এই বিজেপি সাংসদ নেতৃত্বাধীন সংসদীয় কমিটি সরকারের কাছে আবেদন জানায় তামাকজাত দ্রব্যের প্যাকেটের উপর সচেতনতামূলক ছবির আয়তন ৪০ শতাংশ থেকে বড় করে ৮৫ শতাংশ করার প্রস্তাবে আপাতত স্থগিতাদেশ জারি করুক কেন্দ্র।

তামাক ও ক্যান্সার নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিপাকে বিজেপি সাংসদ

পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে গান্ধী বলেন, "তামাকের যে ক্ষতিকর প্রভাব রয়েছে সে বিষয়ে সবাই একমত হবেন। কিন্তু ভারতীয় কোনও সমীক্ষা রিপোর্ট নেই যা প্রমাণ করতে পারে তামাক সেবনে ক্যান্সার হয়। আমাদের ভারতীয় সমীক্ষার নিরিখে ভারতে হবে। কারণ মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্, ছত্তিরগড়ের প্রায় ৪ কোটি মানুষ বিড়ি শিল্পের উপর নির্ভরশীল।"

গান্ধীর এই মন্তব্যেই বিতর্কের ঝড় উঠেছে। গান্ধীর মন্তব্যকে নস্যাৎ করে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছেন, "এইসব কথায় কান দেবেন না, বিজ্ঞান যতই হোক বিজ্ঞান। বিজ্ঞানের সঙ্গে কেউ আপোস করতে পারে না।"

অন্যদিকে, এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে গান্ধীর মন্তব্যকে দুর্ভাগ্যজনক বলেছেন। তাঁর কথায়, আমি আশ্চর্য হলাম যে এই মন্তব্যও কেউ করতে পারে শুনে। এটা দুর্ভাগ্যজনক, হয়তো তিনি কারোর কথায় বিভ্রান্ত হয়েছেন বা কেউ তাকে ভুল তথ্য় দিয়েছেন।

বিজেপি সাংসদের মন্তব্যে অক্সিজেন পেয়েছে বিরোধী দল কংগ্রেস। বিজেপি এবং সিগারেট উৎপাদনকারী সংস্থার মধ্যে কোনও যোগাযোগ আছে কি না তা জানার জন্য তদন্তের দাবি জানিয়েছেন দলের বরিষ্ঠ নেতা দিগ্বিজয় সিং । তিনি বলেন, "বিজেপি এবং সিগারেট-গুটখা উৎপাদনকারী সংস্থার মধ্যে কোনও যোগসূত্র আছে কিনা তা একটু খতিয়ে দেখা উচিত। তাহলেই একমাত্র এর উত্তর মিলবে।"

English summary
BJP MP's comments on tobacco and cancer kick up storm
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X