For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শ্রী গুরু রবিদাস স্মরণে মোদীর কীর্তন

শ্রী গুরু রবিদাস স্মরণে মোদীর কীর্তন

Google Oneindia Bengali News

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ১৬ ফেব্রুয়ারি বুধবার, রবিদাস জয়ন্তী উপলক্ষে দিল্লির করোলবাগে শ্রী গুরু রবিদাস বিশ্রাম ধাম মন্দিরে প্রার্থনা করেলেন। যোগ দিলেন নাম সংকীর্তনে।

শ্রী গুরু রবিদাস স্মরণে মোদীর কীর্তন

তিনি একটি অনুষ্ঠানে এলাকার স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন এবং মন্দিরে উপস্থিত ভক্তদের সঙ্গে প্রার্থনা করেন। এমনকি ভক্তদের সঙ্গে কীর্তনেও অংশ নেন। এর আগে, প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন যে তাঁর সরকার প্রতিটি পদক্ষেপ এবং পরিকল্পনায় গুরু রবিদাসের চেতনাকে আত্মস্থ করেছে। তিনি টুইটারে মন্দিরে তাঁর দর্শনের বিষয়ে লোকদের অবহিত করেছিলেন।

এদিকে দ্বিতীয় দফা ভোটের আর কয়েকদিন বাকি। তার আগে মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি বললেন 'ইউপি, বিহারের ভাইদের পাঞ্জাবে ঢুকতে দেবেন না'। তিনি যখন এই মন্তব্য করছেন, তখন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে তাঁর পাশে দাঁড়িয়ে হাসিমুখে সাধুবাদ জানাতে দেখা যায়।

নির্বাচনমুখী পাঞ্জাব বিধানসভা নির্বাচন ২০২২ এর আগে সিএম চন্নি বলেছেন ইউপি, বিহারের ভাইদের পাঞ্জাবে প্রবেশ করতে দেবেন নাইউপি ও বিহার কে ভাইয়াকে পাঞ্জাবে ঢুকতে দেবেন না' এই কথা বলে তিনিনতুন বিতর্কের জন্ম দিয়েছেন।বিজেপি এর পাল্টা আঘাত করে, বলেছে মুখ্যমন্ত্রী ইউপি এবং বিহারের লোকদের অপমান করেছেন। বিজেপি বলে প্রিয়াঙ্কা গান্ধী ইউপির জনগণকে অপমান করেছেন অথচ কংগ্রেস সেখানে নির্বাচনে লড়ছে।'

আম আদমি পার্টি (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়ালও চন্নির করা মন্তব্যের নিন্দা করেছেন। তিনি বলেন, 'এটি খুবই লজ্জাজনক। আমরা কোনও ব্যক্তি বা কোনো বিশেষ সম্প্রদায়কে উদ্দেশ্য করে মন্তব্যের তীব্র নিন্দা জানাই। প্রিয়াঙ্কা গান্ধীও ইউপি-র, তাই তিনিও সেখানকার মানুষ, সেই অনুযায়ী তাঁরও পাঞ্জাবে আসা উচিৎ নয়।"

পাঞ্জাব নির্বাচনে কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হলেন চরণজিৎ সিং চান্নি। দলের দ্বারা পরিচালিত একটি টেলি-ভোটিংয়ের পরে এই মাসের শুরুতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী তাঁর মুখ্যমন্ত্রীর প্রার্থীতা ঘোষণা করেছিলেন। তিনি পাঞ্জাব কংগ্রেসের সভাপতি নভজ্যোত সিং সিধুর চেয়ে বেশি ভোট পেয়েছিলেন, যিনি দীর্ঘদিন ধরে মুখ্যমন্ত্রী প্রার্থী হিসাবে তাঁর মনোনয়নের জন্য চাপ দিয়েছিলেন।

ইউপি, বিহারের ভাইদের পাঞ্জাবে ঢুকতে দেবেন না , বিজেপিকে আক্রমণ চান্নির ইউপি, বিহারের ভাইদের পাঞ্জাবে ঢুকতে দেবেন না , বিজেপিকে আক্রমণ চান্নির

মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে চন্নির মনোনয়নের সঙ্গে, কংগ্রেস পাঞ্জাবের দলিত ভোটারদের উপর জয়লাভ করার আশা করছে। দলিতরা পাঞ্জাবের জনসংখ্যার ৩২ শতাংশেরও বেশি। চান্নি পাঞ্জাবের দলিত সম্প্রদায় থেকে প্রথম মুখ্যমন্ত্রী হয়েছিলেন, যেখানে রাজনৈতিক জায়গায় জাট শিখদের আধিপত্য ছিল। কংগ্রেস, আম আদমি পার্টি, আকালি দল (এসএডি) এবং ভারতীয় জনতা পার্টির (বিজেপি) একটি নতুন জোট এবং প্রাক্তন প্রধানের মধ্যে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতায় ২০ ফেব্রুয়ারি পাঞ্জাব সমস্ত ১১৭টি আসনের জন্য নির্বাচনে যাচ্ছে মন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং-এর নতুন দল পাঞ্জাব লোক কংগ্রেস।

English summary
remembering sri guru rabidas narendra modi joins in kirtan session
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X