For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বর্তমান আর্থিক বছরে ৮০ হাজার কর্মী নিয়োগ করবে এই সংস্থা

বর্তমাণ আর্থিক বছরে অন্তত ৮০ হাজার কর্মী নিয়োগ করবে রিলায়েন্স জিও।

  • By Amartya Lahiri
  • |
Google Oneindia Bengali News

হন্য়ে হয়ে চাকরি খুঁজছেন। খোঁজার দিন শেষ। চাকরি-প্রার্থীদের সামনে দেবদূতের মতো হাজির মুকাশ আম্বানির রিলায়েন্স জিও। বর্তমাণ আর্থিক বছরে অন্তত ৮০ হাজার কর্মী নিয়োগ করবে তারা। এমনটাই জানিয়েছেন রিলায়েন্স জিও-র চিফ হিউম্যান রিসোর্স অফিসার সঞ্জয় যোগ। সোশাইটি অব হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট-এর এক অনুষ্ঠানে সঞ্জয় বলেন, 'এখন আমাদের প্রায় ১ লক্ষ ৫৭ হাজার কর্মী রয়েছে। আমরা আরও ৭৫ থেকে ৮০ হাজার কর্মী নিয়োগ করব।'

বর্তমান আর্থিক বছরে ৮০ হাজার কর্মী নিয়োগ করবে এই সংস্থা

কর্মী নিয়োগের কথা বলছেন, অথচ বাজারে খবর রিলায়েন্স জিও-র লাভ কমছে। এ ব্যাপারে সঞ্জয় জানান সেলস ও কনস্ট্রাকশন সাইট সম্পর্কিত টেকনিকাল দিক থেকে সংখ্যাটা ৩২ শতাংশ। কিন্তু তাঁর দাবি, 'যদি হেডঅফিস স্তরে দেখা হয় তবে তা দাঁড়াবে মাত্র ২ শতাংশে।'

নিয়োগ নিয়ে তিনি আরও জানান, সারা দেশে টেকনিকাল ইন্সটিটিউশন-সহ র প্রায় ৬ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে তাঁদের সংস্থা যুক্ত আছে। সেই সব প্রতিষ্ঠানে রিলায়েন্স কিছু পাঠক্রম চালায়। তাতে পাশ করলেই ছাত্ররা রিলায়েন্সে কাজ করার উপযুক্ত হয়ে যাবেন। তবে, এর পাশাপাশি কারোর সুপারিশ ও সোশাল মিডিয়ার সাহায্য়ও নেওয়া হবে কর্মী নিয়োগের ক্ষেত্রে।

তিনি জানান এখনও কলেজ ও রিলায়েন্সর কর্মীদের সুপারিশই কর্মী নিয়োগের ক্ষেত্রে তাঁদের প্রধান ভরসা। তবে আরও বেশি মানুষের কাছে পৌঁছতে তারা সোশাল মিডিয়াকে বেশি করে কাজে লাগাবেন।

English summary
Reliance Jio has been reportedly planning to hire 80,000 employees during the current financial year.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X