For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০২২ সালের ১৫ অগাস্ট এর মধ্যে ভারতীয় সংসদভবন নিয়ে কোন পদক্ষেপ নিতে চলেছে মোদী সরকার

দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস পালিত হতে চলেছে ২০২২ সালে। আর তার আগেই ভারতের গণতন্ত্রের 'মন্দির' রূপে যে ভবনকে সম্মান করা হয় , সেই সংসদভবনকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে মোদী সরকার।

  • |
Google Oneindia Bengali News

দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস পালিত হতে চলেছে ২০২২ সালে। আর তার আগেই ভারতের গণতন্ত্রের 'মন্দির' রূপে যে ভবনকে সম্মান করা হয় , সেই সংসদভবনকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে মোদী সরকার। এবার সংসদভবনের নতুন করে উন্নয়ন করা হবে। এমনই সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার।

২০২২ সালের ১৫ অগাস্ট এর মধ্যে ভারতীয় সংসদভবন নিয়ে কোন পদক্ষেপ নিতে চলেছে মোদী সরকার

কেন্দ্রের তরফে গৃহ ও নগরোন্নয় মন্ত্রকের একটি সূত্রের দাবি, ইতিমধ্যেই মোদী সরকার ব্যবস্থা নিয়ে নিয়েছে সংসদ ভবনে নতুন করে সাজানো ও সংস্কারের জন্য। কিভাবে এই প্রাচীন ভবনকে নতুন করে সাজানো যায়, তার প্রাথমিক প্ল্যান ইতিমধ্যেই পেশ করেছে কেন্দ্রীয় গৃহ ও নগরোন্নয়ন মন্ত্রক। এর আগে , কেন্দ্রকে সংসদের স্পিকার ওম বিড়লা জানিয়েছেন যেন নতুন করে সংস্কারের কাজ শুরু হয় সংসদভবনকে ঘিরে। প্রসঙ্গত , স্পিকার পদে থাকাকালীন মীরা কুমারও একই প্রস্তাবের সপক্ষে ছিলেন। সেই সময় একটি নতুন ভবন তৈরি করে সেখানে সংসদের কাজের প্রস্তাবনাও উঠেছিল। কারণ সেই সময় সংসদে জায়গার অভাব পরিলক্ষিত হয়।

[সিঙ্গুর থেকে বামেদের যাত্রা শুরু, রাত পোহালেই নবান্ন অভিযান][সিঙ্গুর থেকে বামেদের যাত্রা শুরু, রাত পোহালেই নবান্ন অভিযান]

৮৫ বছর পার করেছে এই প্রাচীন ভবন। ব্রিটিশ আমলে তৈরি এই ভবনের সংস্কার করা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়েছে। ভবনের ডিজাইন ব্রিটিশ আমলে তৈরি করেন এডউইন লিউটেন ও হার্বাট বেকার। এজন্য বাস্তুকারদের একটি প্রতিনিধি দলকে ডেকে তাঁদের সঙ্গে সংসদভবন সংস্কারের বিষয়ে আলোচনা করেছে সরকার। আর এই কাজ আগামী দিনে সম্পন্ন করতে চলেছে বর্তমান সরকার।

 [ দুর্নীতিগ্রস্তদের সঠিক জায়গায় ঠাঁই হয়েছে, নাম না করে চিদাম্বরমকে আক্রমণ মোদীর] [ দুর্নীতিগ্রস্তদের সঠিক জায়গায় ঠাঁই হয়েছে, নাম না করে চিদাম্বরমকে আক্রমণ মোদীর]

English summary
Redevelop of Parliament building by 2022, plans govt
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X