For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধীরে ধীরে কাটছে মন্দার মেঘ! চলতি অর্থবছরে জিডিপি সঙ্কোচনের পূর্বাভাসে বেশ খানিকটা বদল আনল ফিচ

ধীরে ধীরে কাটছে মন্দার মেঘ! চলতি অর্থবছরে জিডিপি সঙ্কোচনের পূর্বাভাসে বেশ খানিকটা বদল আনল ফিচ

  • |
Google Oneindia Bengali News

আনলক পর্ব শুরু হতেই ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করে ভারতীয় অর্থনীতি। পরবর্তীতে গত মাস থেকে উৎসবের আবহে দেশীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নতুন করে জোয়ার দেখা যায়। এমতাবস্থায় চলতি অর্থবছরের শেষে ভারতীয় জিডিপি ঘাটতি নিয়ে একাধিক পূর্বাভাস দিচ্ছেন বিভিন্ন অর্থ বিশ্লেষক সংস্থা। এমনকী পূর্ববর্তী বিশ্লেষণ থেকে কিছুটা সরে এসে ভারতীয় অর্থনীতিতে মন্দা কাটারই ইঙ্গিত মিলছে বেশিরভাগ রিপোর্টে। এবার সেই একই পথে হাঁটল অর্থ বিশ্লেষক সংস্থা ফিচ।

ধীরে ধীরে কাটছে মন্দার মেঘ! চলতি অর্থবছরে জিডিপি সঙ্কোচনের পূর্বাভাসে বেশ খানিকটা বদল আনল ফিচ

প্রসঙ্গত উল্লেখ্য, চলতি অর্থবর্ষে এর আগে ১০.৫ শতাংশ পর্যন্ত জিডিপি সঙ্কোচনের পূর্বাভাস দিয়েছিল ফিচ। বর্তমানে সেই অবস্থান থেকে বেশ খানিকটা সরে এসে ৯.৪ শতাংশ পর্যন্ত জিডিপি সঙ্কোচনের পূর্বাভাস দিচ্ছে ফিচের অর্থনীতিবিদেরা। সম্প্রতি গ্লোবাল ইকোনমিক আউটলুকে এই সংক্রান্ত বিশদ বিবরণ প্রকাশ করেছে ফিচ। প্রসঙ্গত উল্লেখ্য, করোনা ধাক্কার জেরে চলতি অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে প্রায় ২৪ শতাংশ পর্যন্ত জিডিপি ঘাটতি দেখা যায় ভারতীয় অর্থনীতিতে।

যদিও এপ্রিল-জুন ত্রৈমাসিকে বড়সড় পারাপতনের পর পরবর্তীতে জুলাই-সেপ্টেম্বরের অবস্থার বেশ কিছু উন্নতি। মন্দার মেঘ না কাটলেও জিডিপি ঘাটতি কমে দাঁড়ায় ৭.৫ শতাংশে।যদিও টিকাকরমণ শুরু হলেই ভারতীয় অর্থনীতির পুনরুদ্ধার সম্পর্কে আশাবাদী রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। অন্যদিকে ফিচের পাশাপাশি বিশ্ব ব্যাঙ্ক, আইএমএফ ও মুডিজও ইতিমধ্যে চলতি অর্থবছরেরে শেষে ভারতীয় অর্থনীতিতে প্রায় ১০ শতাংশের কাছাকাছি জিডিপি সঙ্কোচনের পূর্বাভাস দিয়েছে।

মমতার পর অভিষেকেরও অন্যায় খুঁজবেন বিজেপি সভাপতি! মাঝে আবার শুভেন্দু কাঁটামমতার পর অভিষেকেরও অন্যায় খুঁজবেন বিজেপি সভাপতি! মাঝে আবার শুভেন্দু কাঁটা

English summary
The Indian economy could shrink by up to 9.5 percent, says Fitch
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X