For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

#RealHai: যোগ দিন জোশ অ্যাপের মহা চ্যালেঞ্জে, সুযোগ পান আইফা ২০২২ এর মঞ্চে পৌঁছনোর

#RealHai: যোগ দিন জোশ অ্যাপের মহা চ্যালেঞ্জে, সুযোগ পান আইফা ২০২২ এর মঞ্চে পৌঁছনোর

Google Oneindia Bengali News

শুরু থেকেই ডেইলিহান্টের জনপ্রিয় জোশ অ্যাপ কনটেন্ট তৈরির জগতে সাড়া ফেলে দিয়েছে। প্রথম থেকেই ইউজারদের মনের অত্যন্ত কাছের হয়ে উঠেছে এই দেশি অ্যাপ। জোশ শুরু থেকেই ভাইরাল কনটেন্ট বিভিন্ন ভারতীয় ভাষায় তৈরি করে চলেছে যা নিঃসন্দেহে নজিরবিহীন এক উদ্যোগ। শুধু তাই নয়, এই ভিডিও কনটেন্ট অ্যাপ তৈরি করছে ভবিষ্যতের সুপারস্টার।

#RealHai: যোগ দিন জোশ অ্যাপের মহা চ্যালেঞ্জে, সুযোগ পান আইফা ২০২২ এর মঞ্চে পৌঁছনোর

জোশ অ্যাপে এক ক্লিকেই হরেক ভিডিও চলে আসছে হাতের মুঠোয়। চাইলেই নিজের ভিডিও রেকর্ড ও আপলোড করতে পারবেন সহজেই। এবং আপনার অনন্য স্কিল দিয়ে এক মুহূর্তে হয়ে যেতে পারেন পরবর্তী ইন্টারনেট সেনসেশন। জোশ অ্যাপের মাধ্যমে নতুন প্রতিভা তাদের নিজেদের স্কিল জগতের সামনে তুলে ধরার সুযোগ পাচ্ছে। নিজের পছন্দের মিডিয়ামকে বেছে তা নিয়ে ভিডিও করে সহজে সকলের কাছে জনপ্রিয় হয়ে যাচ্ছে সহজেই। শুধু তাই নয়, জোশ অ্যাপের ইনফ্লুয়েন্সাররা নানা ইভেন্টগুলি করার চমকপ্রদ সুযোগ পাচ্ছেন। ফলে শুধু ভিডিও করাই নয়, শেখার ও অভিজ্ঞতারও মস্ত সুযোগ রয়েছে।

মানুষ মাত্রই খুঁত থাকবে। ফলে সেটাকে ঢাকা দিয়ে নয়, সেই খুঁতকে সঙ্গে নিয়েই এগিয়ে চলা - এখানেই জোশের সাফল্য। সোশ্যাল মিডিয়ার যুগে অনেক জায়গায় পর্দার আড়ালে অনেক সত্যি থেকে যায়। তবে জোশ অ্যাপ সবসময় কনটেন্ট ক্রিয়েটরদের উৎসাহ দেয় যাতে তাঁরা নিজেদের মতো করে নিজেকে মেলে ধরতে পারে, স্বাভাবিকভাবে অথচ আত্মবিশ্বাসের সঙ্গে। জোশ অ্যাপের টিম মনে করে, জীবনের প্রতিটি মুহূর্তকে ফিল্টার লাগিয়ে মেকি করার কোনও মানে হয় না। ফিল্টারহীন আনন্দময় জীবনই হওয়া উচিত বেঁচে থাকার মন্ত্র। কারণ সৌন্দর্য যিনি দেখছেন তাঁর হৃদয় ও চোখে ধরা পড়ে। ফলে আসল মানুষ হিসাবে জগতের সামনে নিজেকে তুলে ধরাই শ্রেয়।

#RealHai: যোগ দিন জোশ অ্যাপের মহা চ্যালেঞ্জে, সুযোগ পান আইফা ২০২২ এর মঞ্চে পৌঁছনোর

#RealHai হল এমন এক চ্যালেঞ্জ যা আপনাকে আপনার শিকড়ের কাছাকাছি নিয়ে যাবে। আপনার মধ্যে লুকিয়ে থাকা আমিকে চেনাবে। আপনার মধ্যে লুকিয়ে থাকা আসল ব্যক্তিত্বকে খুঁজে বের করা সকলের সামনে উপস্থাপিত করা- এটাই এই প্রচারের মূল উদ্দেশ্য়। তাই জোশের মাধ্যমে নিজের শিকড়ের সন্ধানে ফিরে যেতে পারেন অবলীলায়। টেনে বের করে আনতে পারেন নিজের মধ্যে লুকিয়ে থাকা রকস্টারকে। ফিল্টারহীন, মেকি এফেক্ট ছাড়াই নিজেকে তুলে ধরুন জগতের সামনে, নির্দ্বিধায়, আত্মবিশ্বাসের সঙ্গে।

#RealHai: যোগ দিন জোশ অ্যাপের মহা চ্যালেঞ্জে, সুযোগ পান আইফা ২০২২ এর মঞ্চে পৌঁছনোর

এই প্রচারকে সার্থক করতে বলিউডের এই সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা ও সুন্দরী অভিনেত্রী হনসিকা মোতওয়ানিকে এর সঙ্গে যুক্ত করা হয়েছে একটি মিউজিক ভিডিওতে। দুজনে উত্তর ও দক্ষিণ ভারতের প্রতিনিধিত্ব করবেন। মিউজিক ভিডিওটি তৈরি করেছেন সাজিদ।

শীর্ষ স্থানীয় জোশ অ্যাপ ক্রিয়েটররা বিভিন্ন রাজ্যে ঘুরে স্থানীয় ক্রিয়েটরদের সঙ্গে সংযুক্ত হবেন। ডান্স, ফুড, ফ্যাশন, ফিটনেস, বিনোদন সহ একাধিক বিষয়ে তৈরি হবে মনমুগ্ধকর কনটেন্ট। তাই আর অপেক্ষা না করে তৈরি হয়ে যান নিজেকে জগতের সামনে নতুন করে মেলে ধরার জন্য। যোগদান করুন ও জিতুন আকর্ষণীয় পুরস্কার। আপলোড করুন নিজের ভিডিও জোশ অ্যাপে #RealHai হ্যাশট্যাগের সঙ্গে। যত বেশি সম্ভব ভিডিও তৈরি করুন ও সুযোগ পান আবুধাবিতে হতে চলা আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হওয়ার গোল্ডেন টিকিট পাওয়ার।

#RealHaiChallenge সম্পর্কে জানতে ক্লিক করুন এখানে

আইফা ভারতীয় সিনেমা জগতের অন্যতম বড় এক মঞ্চ। সেই মঞ্চে একসঙ্গে দেখা যায় একাধিক সুপারস্টারকে। সেই অনুষ্ঠানে লাইভ হাজির থাকা! স্বপ্ন মনে হলেও তা হতে চলেছে বাস্তব। আর সেজন্য অবশ্যই ধন্যবাদ দিতে হবে জোশ অ্যাপকে।

#RealHai: যোগ দিন জোশ অ্যাপের মহা চ্যালেঞ্জে, সুযোগ পান আইফা ২০২২ এর মঞ্চে পৌঁছনোর

#RealHai চ্যালেঞ্জে অংশ নিন। এবং সুযোগ পান আইফার অনুষ্ঠান চাক্ষুষ করার। ডাউনলোড করুন জোশ অ্যাপ এবং #RealHai হ্যাশট্যাগ দিয়ে যত বেশি সম্ভব ভিডিও আপলোড করুন।

https://share.myjosh.in/video/124e8eb7-c983-4ac8-aa9d-8d0326fbeae2

https://share.myjosh.in/video/df356caa-3c93-48fc-99bf-06d419174be1?u=0x12ca91d8b5e71da9

https://share.myjosh.in/video/a3cf706d-0130-43dc-b0c7-e29f434aba0a?u=0x12ca91d8b5e71da9

https://share.myjosh.in/video/03dff2a0-0470-4c08-b2bd-1eea0cbe4f36?u=0x12ca91d8b5e71da9

শুধু আইফার গোল্ডেন টিকিটই নয়, এছাড়াও রয়েছে একাধিক গ্র্যান্ড পুরস্কার জেতার মস্ত সুযোগ। এমনকী আইপিএল ২০২২ ফাইনালে নিজের পছন্দের দলের হয়ে স্টেডিয়ামে বসে গলা ফাটানোর সুযোগও রয়েছে। তাই হাতছাড়া করবেন না জোশের এই সোনার সুযোগ।

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X