For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিবসেনায় এবার শুরু হবে প্রতীক নিয়ে লড়াই, রিয়েল বনাম রেবেল মহারাষ্ট্রে আসন্ন পুরনির্বাচনে

শিবসেনায় এবার শুরু হবে প্রতীক নিয়ে লড়াই, রিয়েল বনাম রেবেল মহারাষ্ট্রে আসন্ন পুরনির্বাচনে

Google Oneindia Bengali News

শিবসেনার জন্য আরেকটি বড় চ্যালেঞ্জ হতে চলেছে আসন্ন পুরসভা নির্বাচন। বিদ্রোহী শিবসেনা শিবির প্রধান একনাথ শিন্ডে আধিপত্য বিস্তার করতে বিজেপিকে সঙ্গে নিয়েছে। এবার তিনি শিবসেনার দখল নিতে চাইবেন। তাই মহারাষ্ট্রে পুরসভা নির্বাচনের আগে উদ্ধব ঠাকরে শিবিরের কাছে নতুন চ্যালেঞ্জ হবে প্রতীক বাঁচানো।

রাজনৈতিক বিপর্যয়ের সমানে দাঁড়িয়ে উদ্ধব

রাজনৈতিক বিপর্যয়ের সমানে দাঁড়িয়ে উদ্ধব

শিন্ডে শিবির ইতিমধ্যেই মূল সেনা শিবিরকে ধাক্কা দিয়েছে। রাজনৈতিক বিপর্যয়ের সমানে দাঁড় করিয়ে দিয়েছে উদ্ধব ঠাকরেকে। রবিবার বিধানসভার অধ্যক্ষ নির্বাচনে ধাক্কা খেয়েছেন উদ্ধব ঠাকরে। সোমবার আস্থা ভোটেও রিয়েল সেনা শিবিরের উপর ধাক্কা নেমে আসতে চলেছে। এই অবস্থায় আসন্ন অক্টোবর-নভেম্বর মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে পাখির চোখ উদ্ধবের।

শিবসেনার প্রতীক নিয়ে লড়াই উচ্চমার্গে পৌঁছবে

শিবসেনার প্রতীক নিয়ে লড়াই উচ্চমার্গে পৌঁছবে

বর্তমান রাজনৈতিক সঙ্কটের পর শিবিসেনার বিদ্রোহীরা বিজেপির সমর্থনে আসরে নামবে, তা প্রায় চূড়ান্ত। শিন্ডে শিবিরকে সামনে রেখেই বিজেপি লড়বে। আর এই নির্বাচনে শিন্ডে শিবির যাতে রিয়েল শিবসেনার মর্যাদা পায়, তার চেষ্টাও হবে। কর্পোরেশন নির্বাচনের আগে শিবসেনার প্রতীক নিয়ে লড়াই যে উচ্চমার্গে পৌঁছবে, তা বলাই বাহুল্য।

শিন্ডে শিবিরের এখনই দাবি, তারাই আসল শিবসেনা।

শিন্ডে শিবিরের এখনই দাবি, তারাই আসল শিবসেনা।

মহারাষ্ট্রে শিবসেনার অন্তর্ঘাত এমন পর্যায়ে পৌঁছছে যে মহাজোটের জোট সরকারের পতন ঘটেছে। শিবসেনায় আড়াআড়ি বিভাজনই শুধু হয়নি, কে আসন শিবসেনা তা নিয়েও উঠে পড়েছে প্রশ্ন। শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে একনাথ শিন্ডেকে বরখাস্ত করলেও তা মানতে নারাজ বিদ্রোহী শিবির। শিন্ডে শিবির দাবি করতে শুরু করেছে তারাই আসল শিবসেনা।

শিবসেনার ‘রিয়েল’ বা প্রকৃত কারা সেই লড়াই আগে

শিবসেনার ‘রিয়েল’ বা প্রকৃত কারা সেই লড়াই আগে

এর ফলে আসন্ন বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচন-সহ ১২ থেকে ১৫টি পুরসভা নির্বাচনে শিন্ডে শিবির যে তাদের প্রকৃত সেনা বলে আওয়াজ তুলবে এবং শিবসেনার প্রতীক দাবি করবে, তা প্রায় নিশ্চিত। আসন্ন অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনের দিকে তাই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। শিবসেনার 'রিয়েল' বা প্রকৃত কারা সেই লড়াইয়ের পরই মহারাষ্ট্রে মানুষের দরবারে হাজির হবে শিবসেনা।

দুই সেনার লড়াইয়ে রাজনৈতিক মোড় মহারাষ্ট্রে

দুই সেনার লড়াইয়ে রাজনৈতিক মোড় মহারাষ্ট্রে

১২-১৫টি মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনের পাশাপাশি জেলা পরিষদ এবং নগর পরিষদ নির্বাচন এখনও অনুষ্ঠিত হয়নি। শিবসেনার দৃষ্টিকোণ থেকে দেখলে পুরসভা নির্বাচনটি বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ ১৯৯৭ সালে প্রথম পুর-নির্বাচন থেকে বৃহন্মুম্বই পুরসভা সেনার নিয়ন্ত্রণে রয়েছে। এবার দুই সেনার লড়াইয়ে রাজনৈতিক সমীকরণ কোন দিকে মোড় নেয়, তার উপর নির্ভর করবে বৃহম্মুম্বই পুরসভার ভাগ্য।

উদ্ধবের শিবসেনা আগেও গৃহযুদ্ধের মুখে পড়েছিল

উদ্ধবের শিবসেনা আগেও গৃহযুদ্ধের মুখে পড়েছিল

তবে এবারই প্রথম নয়, এর আগেও জোটসঙ্গীদের মধ্যে পারস্পরিক লড়াই হয়েছে মহারাষ্টে। আর শিবসেনাও গৃহযুদ্ধের সামনে পড়েছে এর আগে। উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা অতীতে পুরনিগমের নির্বাচনে বিজেপির সঙ্গে ক্ষমতা ভাগ করে নিয়েছিল। ২০১৭ সালে যখন উভয় দল একে অপরের বিরুদ্ধে লড়াই করেছিল, জয় হাসিল করেছিল শিবসেনা। আর শিবসেনা গৃহযুদ্ধের সামনে পড়েছিল যখন রাজ ঠাকরে নতুন দল গড়েছিলেন। ২০১২ সালের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে শিবসেনা একটি বড় চ্যালেঞ্জের মুখে পড়েছিল। কারণ তাদের রাজ ঠাকরের নেতৃত্বাধীন মহারাষ্ট্র নির্বাণ সেনা-র মুখোমুখি হতে হয়েছিল।

রিয়েল বনাম রেবেল সেনা: নয়া রাজনৈতিক সমীকরণের জল্পনা মহারাষ্ট্রে আসন্ন পুরনির্বাচনেরিয়েল বনাম রেবেল সেনা: নয়া রাজনৈতিক সমীকরণের জল্পনা মহারাষ্ট্রে আসন্ন পুরনির্বাচনে

English summary
Real and Rebel Shiv Sena will now fight with symbol before upcoming corporation elections in Maharashatra
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X