For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফেব্রুয়ারিতে রেপো রেট কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত সঠিক, দাবি আরবিআই গর্ভনরের

ফেব্রুয়ারিতে হার কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত সঠিক, দাবি আরবিআই গর্ভনরের

Google Oneindia Bengali News

এ বছরের ফেব্রুয়ারিতে রেপো রেট কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল আরবিআই। যা ঠিক সিদ্ধান্ত বলে মনে করেন আরবিআই গর্ভনর। সোমবার গর্ভনর শক্তিকান্ত দাস জানান যে এটা যাতে না হয় তার জন্য সময়ের আগেই তারা কাজ করেছিল এবং আশা করেছিল যে এ মাসের শুরুর দিকে এই ব্যয়কে থামিয়ে দেওয়ার সিদ্ধান্ত সঠিক বলে প্রমাণিত হবে।

ফেব্রুয়ারিতে হার কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত সঠিক, দাবি আরবিআই গর্ভনরের


তিনি আরও আশাবাদী, বাণিজ্য শুল্কের বিষয়ে মার্কিন–চীনের সাময়িক যুদ্ধবিরতি কিছুটা হলেও স্বস্তি জোগাবে। ২০০৮ সালের আর্থিক সংকটের পর বিশ্বব্যাপী বিকাশের দিকে এগিয়ে যাওয়ার জন্য সমন্বিত প্রচেষ্টা করা হবে। এ বছরের ফেব্রুয়ারিতে পরপর পাঁচবার হার কমিয়ে দেওয়া হয়। কারণ আরবিআইয়ের বৃদ্ধি ১.‌৩৫ শতাংশ কমে যায়। তাই শক্তিকান্ত দাস এই মন্তব্য করেন। তিনি বলেন, '‌সরকার এবং আরবিআই একসঙ্গে এ বিষয়ে পদক্ষেপ নিয়েছে। আরবিআইয়ের পক্ষ থেকে আমি বলতে পারি, আমরা আমাদের নীতির হার হ্রাস করার ক্ষেত্রে সময়ের আগে কিছুটা আগে কাজ করেছি। এই বছরের ফেব্রুয়ারির প্রথমদিকে, আরবিআই দেখেছিল যে সেখানে মন্দার সম্ভাবনা রয়েছে, আমরা দেখেছি যে মন্দার গতি বাড়ছে, তাই আমরা এই বছর থেকে হার কমানো শুরু করেছি।’‌

ইন্ডিয়া ইকোনমি কনক্লেভে এসে আরবিআই গর্ভনর জানান, এই ফেব্রুয়ারি আরবিআইয়ের সিদ্ধান্তের সঙ্গে একমত ছিল শেয়ার মার্কেটও। সকলে যে আরবিআইয়ের সিদ্ধান্তকে মেনে নিয়েছে তার জন্য তিনি সকলকে ধন্যবাদও জানান।

English summary
He also hoped for the US-China truce on trade tariffs would last as he pitched for coordinated efforts to push global growth
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X