For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৫০ ও ২০ টাকার নতুন নোট বাজারে আনবে আরবিআই, কী হবে পুরনো নোটগুলির?

এবার নতুন ৫০ টাকা ও ২০ টাকার নোট বাজারে আনতে চলেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। রবিবার এমনটাই ঘোষণা করল আরবিআই। নতুন নোট আসার পরও বৈধ থাকবে পুরনো নোটগুলি।

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ৪ ডিসেম্বর : কেন্দ্রের ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করে ২০০০ ও নতুন ৫০০ টাকার নোট বাজারে আনার পর এবার নতুন ৫০ টাকা ও ২০ টাকার নোট বাজারে আনতে চলেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। রবিবার এমনটাই ঘোষণা করল আরবিআই। [ 'প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের']

বাজারে নতুন ৫০ ও ২০ টাকার নোট আনা হলেও পুরনো ৫০ ও ২০ টাকার নোট বৈধতা হারাচ্ছে না বলে জানিয়ে দিয়েছে আরবিআই। [ ডেবিট-ক্রেডিট কার্ডের জায়গা নিতে চলেছে আধার কার্ড?]

৫০ ও ২০ টাকার নতুন নোট বাজারে আনবে আরবিআই, আর পুরনো নোটগুলি?

নতুন দুটি নোটই মহাত্মা গান্ধী-২০০৫ সিরিজের নোট হবে। এতে আরবিআই গভর্নর উর্জিৎ পটেলের স্বাক্ষর থাকবে। দুটি নোটে ছাপানো '২০১৬' লেখাটি সংরক্ষিত হয়েছে। [ ১৮০০ কোটি পুরনো নোট নিয়ে কী করবে আরবিআই? জানলে অবাক হবেন
]

তবু ৫০০ টাকার ক্ষেত্রে যেমন বাজারে নতুন নোট আনার জন্য পুরনো ৫০০ টাকার বৈধতা বাতিল করা হয়েছে এক্ষেত্রে তেমন হবে না। ২০ ও ৫০ টাকার নোটের ক্ষেত্রে আগে ইস্যু করা নোটও সমানভাবে বৈধ থাকবে। [মোদীর চোটে এটিএম-এর লাইনে চম্বলের কুখ্যাত ডাকাত মলখন সিং!]

নতুন নোটগুলি কেমন দেখতে হবে তা নিয়ে আরবিআই-এর তরফে এখনই কিছু বলা হয়নি। তবে আরবিআই-এর লিখিত বিবৃতিতে বলা হয়েছে, "নোটের নকসা, এবং সুরক্ষা বৈশিষ্ট মোটামুটি একই থাকছে।"

English summary
RBI announces it will issue new Rs 50 and Rs 20 notes, old notes to be valid
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X