For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রায়ান স্কুল হত্যাকাণ্ডে প্রকৃত নথি জমা দিতে পারল না সিবিআই, লাইফলাইন পেলেন স্কুল মালিকরা

রায়ান ইন্টারন্যাশানাল স্কুলে প্রদ্যুম্ন ঠাকুরের হত্যার ঘটনায় আরও কিছুদিন লাইফলাইন পেলেন স্কুল মালিক পিন্টো পরিবার।

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

রায়ান স্কুলের ভিতরে খুন হওয়া ছাত্র প্রদ্য়ুম্ন ঠাকুরের মামলায় আরও কিছুদিনের স্বস্তি পেল পিন্টো পরিবার। পাঞ্জাব-হরিয়ানা হাইকোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে ৭ অক্টোবর অবধি কোনওভাবেই পিন্টো পরিবারকে গ্রেফতার করা যাবে না।

রায়ান হত্যা মামলায় সিবিআইয়ের ব্যর্থতা,স্কুল মালিকদের স্বস্তি

যদিও রায়ান স্কুল ইন্টারন্যাশানালে খুনের ঘটনায় ইতিমধ্যে গ্রেফতার হওয়া দু'জন কর্মচারীর জামিন নাকচ করে দিয়েছে হাইকোর্ট। স্কুলের মধ্যে ক্রিমিনাল ঘটনা ঘটার মত পরিবেশ থাকায় নিরপত্তাহীণতার অভিযোগ উঠেছে স্কুলের মালিক অগাস্টিন পিন্টো ও তাঁর স্ত্রী গ্রেস পিন্টোর বিরুদ্ধে। একই অভিযোগ স্কুলের সিইও রায়ান পিন্টোর বিরুদ্ধেও।

রায়ান হত্যা মামলায় সিবিআইয়ের ব্যর্থতা,স্কুল মালিকদের স্বস্তি

ইতিমধ্যেই আগাম জামিনের জন্য উচ্চতর আদালতে গেছে পিন্টো পরিবার। এদিকে মৃত প্রদ্যুম্ন-র পরিবারের পক্ষের আইনজীবী পিন্টো পরিবারের আগাম জামিনের বিরুদ্ধে পিটিশন জমা করতে চলেছে। প্রদ্যুম্ন পরিবারের আইনজীবী সুশীল টেকরিওয়াল জানিয়েছেন, 'আমরা আগাম জামিনের বিরুদ্ধে আবেদন করব পাশাপাশি যে দুজন স্কুল আধিকারিক জেলে রয়েছেন তারাও যেন জেলেই থাকেন সেটার জন্যেও আবেদন করব। আদালত আজ পিন্টো পরিবারকে ছাড় দিয়েছে কারণ সিবিআই সব প্রমাণ দাখিল করতে পারেনি।'

এদিকে সিবিআইয়ের পক্ষ থেকে পিন্টো পরিবারের গাফিলতি প্রমাণ করার জন্য আরও কিছুদিন সময় চাওয়া হয়েছে।

English summary
Rayan school owners lifeline extends till October 7
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X