For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি শাসিত রাজ্যে ভোট প্রচারে নজরকাড়া উপায়! যা আপনাকেও ভাবাবে

ভোট প্রচারে কোনও খামতি রাখতেই রাজি নয়, মধ্যপ্রদেশের বিভিন্ন রাজনৈতিক দল। প্রচারে বিভিন্ন উপায় অবলম্বন করেছেন তাঁরা। রাষ্ট্রীয় আমজান পার্টির প্রার্থী শারদ সিং কুমার প্রচারে জুতো পালিশ পর্যন্ত করছেন

  • |
Google Oneindia Bengali News

ভোট প্রচারে কোনও খামতি রাখতেই রাজি নয়, মধ্যপ্রদেশের বিভিন্ন রাজনৈতিক দল। প্রচারে বিভিন্ন উপায় অবলম্বন করেছেন তাঁরা। রাষ্ট্রীয় আমজান পার্টির প্রার্থী শারদ সিং কুমার প্রচারে জুতো পালিশ পর্যন্ত করছেন। আর করবেন নাই বা কেন, তার প্রতীক যে জুতো।

বিজেপি শাসিত রাজ্যে ভোট প্রচারে নজরকাড়া উপায়! যা আপনাকেও ভাবাবে

নির্বাচনী প্রচারে গিয়ে জুতো পালিশ করে চলেছেন রাষ্ট্রীয় আমজান পার্টির প্রার্থী শারদ সিং কুমার। তিনি এই অভিনব প্রচার কৌশলকে ব্যবহার করে জনগণের আশীর্বাদ যাচাই করতে চান। ওই প্রার্থী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এটা ফ্রি পোল সিম্বল ছিল। যা কারও পছন্দ ছিল না। তাদের দলের তরফ থেকে সেটিকে পছন্দ করা হয়েছে, মানুষের আশীর্বাদ পাওয়ার জন্য।

বিজেপি শাসিত রাজ্যে ভোট প্রচারে নজরকাড়া উপায়! যা আপনাকেও ভাবাবে

শারদ সিং কুমারই শুধু নন, তেলেঙ্গানার এক নির্দল প্রার্থীও নির্বাচনে চমকপ্রদ প্রতীক বেছে নিয়েছেন। জগতিয়াল জেলার করুটলা কেন্দ্রের আকুলা হনুমন্থ নামে এক নির্দল প্রার্থী প্রচারে বেরিয়ে চটি বিলি করছেন। জনগণকে তিনি বলছেন, যদি তাঁদের আশা-আকাঙ্খা তিনি পূরণ করতে না পারেন, তাহলে যেন এই চটি দিয়েই তাকে মারা হয়।

২৩০ আসনের মধ্যপ্রদেশে নির্বাচন ২৮ নভেম্বর। ১১ ডিসেম্বর ভোটগণনা।

English summary
Rashtriya Aamjan Party candidate from Madhya Pradesh polishing shoes to please voters
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X