For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দীর্ঘদিনের পরিশ্রমের পর অযোধ্যা মামলার রায়দানের পর এবার নৈশভোজে বিচারপতিরা

দীর্ঘদিনের পরিশ্রমের পর অযোধ্যা মামলার রায়দানের পর এবার নৈশভোজে বিচারপতিরা

  • |
Google Oneindia Bengali News

টানা ৪০ দিনের ম্যারাথন সওয়াল জবাবের পর গত ১৬ই অক্টোবরই অযোধ্যা মামলার শেষ শুনানি হয় সুপ্রিম কোর্টে। তারপর দেশবাসীর দীর্ঘ দুদশকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে শনিবার অর্থাৎ ৯ই নভেম্বর বিতর্কিত অযোধ্য মামলার রায়দান করে ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চ।

দীর্ঘদিনের পরিশ্রমের পর অযোধ্যা মামলার রায়দানের পর এবার নৈশভোজে বিচারপতিরা


দেশের সর্বোচ্চ ন্যায়ালয় এদিনের রায় জানায় অযোধ্যার বিতর্কিত ২.৭৭ একর জমি পাবে হিন্দু পক্ষ। পরিবর্তে সুন্নি ওয়াকিফ বোর্ডকে কোনও গুরুত্বপূর্ণ কোনও জায়গায় বিকল্প ৫ একর জমি দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। পাশাপাশি রাম মন্দির নির্মাণ কাজ পর্যবেক্ষণের জন্য কেন্দ্রীয় সরকারকে পক্ষ থেকে একটি ট্রাস্ট গঠনেরও নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। যদিও সুপ্রিম কোর্টের এই রায়ে স্বভাবতই খুশি নয় বলে জানিয়েছে সুন্নি ওয়াকিফ বোর্ডের সদস্যরা।

নৈশভোজে অযোধ্যা মামলার বিচারপতিরা

প্রধান বিচারপতি ছাড়াও ওই বেঞ্চে ছিলেন বিচারপতি এস বোবদে, ডিওয়াই চন্দ্রচূড়, অশোক ভূষণ এবং এস আব্দুল নাজির। অক্লান্ত পরিশ্রমের পর এবার খানিকটা ছুটির মেজাজে তারা। সূত্রের খবর, ওই চার বিচারপতিকে নিয়ে শনিবার রাতে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ তাজ মানসিংহতে নৈশভোজে যাচ্ছেন। একই সাথে আগামী ১৭ই নভেম্বর জন্মদিনের ঠিক একদিন আগে রঞ্জন গগৈয়ের অবসর গ্রহণেরও কথা রয়েছে।

পরবর্তী বিচারপতির দৌড়ে এগিয়ে এস বোবদে

প্রায় দু দশক ধরে চলতে থাকা অযোধ্যা মামলায় গঠিত পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে বর্তমানে প্রধান বিচারপতির দায়িত্বে ছিলেন বর্ষীয়ান আইনজীবী রঞ্জন গগৈ। ১৯৫৪ সালের ১৮ই নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন। ১৯৭৮ সালে আইনজীবী হিসাবে তিনি তাঁর কর্মজীবন শুরু করেন। কর্মজীবনের প্রথমার্ধে মূলত গৌহাটি হাইকোর্টেই অনুশীলন করেন তিনি। পরবর্তীকালে ২০১১ সালে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবেও নিযুক্ত হন। এরপর ২০১৮ সালের ৩রা অক্টোবর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করেন তিনি।

অন্যদিকে এরপর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন অযোধ্য মামলায় গঠিত বিশেষ সাংবিধানিক বেঞ্চের অন্যতম সদস্য বিচারপতি অরবিন্দ শ্রীনিবাস বোবদে।

English summary
Judge of the Ayodhya case at dinner after the verdict
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X