For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আক্রমণাত্মক খেলতে গিয়ে বিপাকে রামমাধব, শেষমেশ মন্তব্য প্রত্যাহার

দিনভর তীব্র বিতর্কের পর অবশেষে পিছু হঠলেন রামমাধব।

Google Oneindia Bengali News

দিনভর তীব্র বিতর্কের পর অবশেষে পিছু হঠলেন রামমাধব। জম্মু ও কাশ্মীরে বিজেপি-র দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রামমাধব বৃহস্পতিবার সকালে সংবাদমাধ্যমের সামনে দাবি করে বসেন যে পাকিস্তান থেকে আসা বার্তা মেনেই উপত্যকায় জোট বেঁধে সরকার গড়ার পথে এগিয়েছিল পিডিপি ও এনসিপি। এমনকী এই বার্তার জন্যই অক্টোবর মাসে জম্মু ও কাশ্মীরের সিভিক পোল বয়কট করেছিল এনসি ও পিডিপি। এমন অভিযোগও করেন। আগুন ঘি ঢালার পক্ষে এই মন্তব্য যথেষ্ট ছিল। ফলতই দিনভর তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়া দেখা দেয়। রামমাধবকে সরাসরি চ্য়ালেঞ্জ ছুঁড়ে দেন এনসি-র প্রধান ওমর আব্দুল্লা। তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতিও। কংগ্রেসও এই সুযোগে ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছিল। রাজ্যপাল সত্যপাল একটি টেলিভিশনে রামমাধমের দাবি উড়িয়ে দেন এবং জানান, রাজ্যে রাজনৈতিক অচলাবস্থা ভাঙতে এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্যই নির্দিষ্ট সময়ের আগে বিধানসভা ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আক্রমণাত্মক খেলতে গিয়ে বিপাকে রামমাধব, শেষমেশ মন্তব্য প্রত্যাহার

স্বভাবতই রাজ্যপাল সত্যপাল-এর এমন বয়ানে বিজেপি-র উপরে আরও চাপ বাড়ে। বিজেপি-র শীর্ষ নেতৃত্ব বিষয়টির উপরে নজর রাখছিল। রামমাধবের মন্তব্যে আসলে পিডিপি, এনসি ও কংগ্রেস যে ফায়দা তুলে নেওয়ার মতো জায়গায় পৌঁছে গিয়েছে তা বুঝতে পারে বিজেপি-র শীর্ষ নেতারা। এরপরই রামমাধম-কে চাপ দেওয়া হয় মন্তব্য প্রত্যাহারের জন্য।

শেষমেশ রাতে মন্তব্য প্রত্যাহার করেন রামমাধব। এনসি-র ওমর আব্দুল্লা-র মন্তব্য প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি জানান, 'বাইরের কোনও রাষ্ট্রের চাপ আপনাদের উপরে রয়েছে বলে যে খবর রটেছে তা অস্বীকার করছেন, তাই আমিও আমার মন্তব্য প্রত্যাহার করছি। কিন্তু এখন আপনাদের দায় যে প্রমাণ করতে হবে পিডিপি-র সঙ্গে এনসি-র সত্যিকারের ভালোবাসা রয়েছে, যার জেরে সরকার গঠনের চেষ্টায় ব্রতী হয়েছিলেন। আপনাদের উচিত অন্তত পরের নির্বাচনে একসঙ্গে লড়াই করার।' এটা একটা রাজনৈতিক মন্তব্য, ব্যক্তিগত আক্রমণ নয় বলেও ওমর আব্দুল্লা-কে বার্তা দিয়েছেন রামমাধব।

বৃহস্পতিবার সকালে রামমাধবের মন্তব্যের পরই ওমর আব্দুল্লা নিশানা করেছিলেন বিজেপি সাংসদকে। সাফ জানিয়েছিলেন, পাকিস্তানের মদতেই তাঁর দল জম্মু ও কাশ্মীরে পঞ্চায়েত নির্বাচন বয়কট করেছে বলে যে অভিযোগ করেছেন বিজেপি-র সাধারণ সম্পাদক তা প্রত্যাহার করার সঙ্গে সঙ্গে এনসি-র কাছে ক্ষমাও চাইতে হবে।

পিডিপি-র মেহবুবা মুফতিও একই ভাবে রামমাধবকে আক্রমণ করেন। তিনি বলেন গোটা ঘটনায়এক্কেবারে হতভম্ব এবং এটাকে ভিত্তিহীন বলেই মনে করছন।

এদিকে,কংগ্রেসও তীব্র ভাষায় এই ইস্যুতে বিজেপি-কে আক্রমণ করে। কংগ্রেসের আনন্দ শর্মা বলেন, ন্যাশনাল কনফারেন্স জম্মু ও কাশ্মীরের শান্তি প্রতিষ্ঠায় অনেক বলিদান দিয়েছে। সেই দলকে পাকিস্তানের নামের সঙ্গে জুড়়ে দেওয়া মেনে নেওয়া যায় না। পিডিপি-র সঙ্গে বিজেপি সরকার গঠন কি তাহলে পাকিস্তানের বার্তার ভিত্তিতেই হয়েছিল? এমন মন্তব্য করেন আনন্দ শর্মা। এমনকী, কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজওয়ালাও বিজেপি-কে কাঠগড়ায় তুলেছিলেন।

English summary
After getting many chanllenges from Omar Abdullah to PDP leader Mehbuba Mufti, Rammadhav takes back his remark. Rammadhav said across the border influence National Conference and PDP has boycotted the civic polls in Jammu and Kashmir.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X