মহারাষ্ট্রে বিধানসভার ফল! শিবসেনার মতোই চাপ বাড়াল বিজেপির অপর শরিকও
শিবসেনার পাশাপাশি মন্ত্রিত্ব নিয়ে মহারাষ্ট্রে চাপ বাড়াল রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া। কেন্দ্রীয় মন্ত্রী তথা আরপিআই প্রধান রামদাস আটওয়ালে এদিন মহারাষ্ট্রে একটি ক্যাবিনেট এবং একটি রাজ্যমন্ত্রী পদের দাবি করেছেন। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে শিবসেনার মতোই বিজেপির সঙ্গে জোট করে লড়াই করেছিল আরপিআই।

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আটওয়ালে বলেছেন, তারা একটি ক্যাবিনেট এবং একটি রাজ্যমন্ত্রী পদের দাবি জানিয়েছেন। এদিন আটওয়ালে বলেছেন, কাদের মন্ত্রিত্ব দেওয়া হবে তা নিয়ে আলোচনা করতে অমিত শাহ উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক করতে মুম্বই সফর করবেন।
একইসঙ্গে আটওয়ালে জানিয়েছেন, তার দল আসন্ন ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়।
২৮৮ সদস্যের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফল ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। যেখানে বিজেপি ও শিবসেনা পেয়েছে যথাক্রমে ১০৫ ও ৫৬ টি আসন। অন্যদিকে কংগ্রেস ও এনসিপি পেয়েছে যথাক্রমে ৪৪ ও ৫৪ টি আসন।
আদিত্য ঠাকরে পরবর্তী মুখ্যমন্ত্রী, মুম্বই জুড়ে পোস্টারে ছয়লাপ করল শিবসেনা সমর্থকেরা