For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাবার বিরুদ্ধে মেয়ে! ২০১৯ লোকসভা ভোটে রামবিলাসের বিরুদ্ধে লড়াইয়ে আশা

বর্তমান এনডিএ সরকারের কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ানের বিরুদ্ধে প্রার্থী হতে পারেন তাঁর প্রথম পক্ষের মেয়ে আশা পাসোয়ান।

  • |
Google Oneindia Bengali News

বর্তমান এনডিএ সরকারের কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ানের বিরুদ্ধে প্রার্থী হতে পারেন তাঁর প্রথম পক্ষের মেয়ে আশা পাসোয়ান। লড়তে পারেন লালুপ্রসাদ যাদবের দল আরজেডি-র হয়ে। এমনটাই জানিয়েছেন আশার স্বামী অনিল সাধু।

বাবার বিরুদ্ধে মেয়ে! ২০১৯ লোকসভা ভোটে রামবিলাসের বিরুদ্ধে লড়াইয়ে আশা

লোক জনশক্তি পার্টির নেতা রামবিলাস পাসোয়ানের প্রথম পক্ষের মেয়ে আশা ও তাঁর স্বামীর অভিযোগ, তপশিলি জাতিভুক্তদের সঙ্গে খারাপ ব্যবহার করছে এলজেপি। যার ফলে পাসোয়ানের নিজের জাতের লোকেরাই তাঁর উপরে ক্ষেপে রয়েছে।

অভিযোগ, রামবিলাস শুধু তার পুত্র চিরাগকেই সবকিছু দিয়ে সমর্থন করে চলেছেন। তাকে লোকসভায় জিতিয়ে এনেছেন ও দলের সংসদীয় বোর্ডের চেয়ারম্যান করে দিয়েছেন। অথচ মেয়ে আশাকে তাঁর প্রাপ্য মর্যাদা কোনওদিনও দেননি।

এই প্রসঙ্গেই অনিল বলেছেন, শুধু যে রামবিলাসের বিরুদ্ধে মেয়ে আশা দাঁড়াবেন তা নয়, চিরাগের বিরুদ্ধে তিনি দাঁড়াতে পারেন। লালুর দল আরজেডি নাকি টিকিট দিতে রাজি হয়ে গিয়েছে।

[আরও পড়ুন: তেলাঙ্গানায় কার দিকে পাল্লা ভারী, কী বলছে ইন্ডিয়া টুডে সমীক্ষা][আরও পড়ুন: তেলাঙ্গানায় কার দিকে পাল্লা ভারী, কী বলছে ইন্ডিয়া টুডে সমীক্ষা]

প্রসঙ্গত, বিহারের হাজিপুর কেন্দ্র থেকে জিতেছেন রামবিলাস পাসোয়ান। জামুই থেকে জিতেছেন চিরাগ পাসোয়ান। এদিকে রামবিলাসের ভাই রামচন্দ্র পাসোয়ান সমস্তিপুর কেন্দ্র থেকে জিতেছেন।

[আরও পড়ুন: ২০১৯-এও টুক করে পরিবর্তন ২০১৪-র মতোই! মমতা বাতলে দিলেন মোদীর ভবিষ্যৎ][আরও পড়ুন: ২০১৯-এও টুক করে পরিবর্তন ২০১৪-র মতোই! মমতা বাতলে দিলেন মোদীর ভবিষ্যৎ]

[আরও পড়ুন: লক্ষ্য মমতার রাজ্যে ২০১৯-এর নির্বাচন! বিজেপির কাজ কীভাবে, ঠিক করে দিলেন অমিত শাহ][আরও পড়ুন: লক্ষ্য মমতার রাজ্যে ২০১৯-এর নির্বাচন! বিজেপির কাজ কীভাবে, ঠিক করে দিলেন অমিত শাহ]

English summary
Ram Vilas Paswan's daughter Asha may fight 2019 Lok Sabha Elections against him from Bihar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X