For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'২০১৯-এই রাম মন্দির'! হিন্দু সভার গোপন বৈঠকে আশ্বস্ত করলেন মোহন ভাগবত

মোহন ভাগবত আশ্বস্ত করেছেন, ২০১৯ সালেই রাম মন্দির নির্মাণের কাজ শুরু হবে।

  • |
Google Oneindia Bengali News

রাম মন্দিরের দাবি নিয়ে তৎপরতা বাড়াতে তলে তলে কাজ শুরু করে দিল আরএসএস। ফলে লোকসভা ভোটের আগেই অযোধ্যায় রাম মন্দির তৈরি নিয়ে ফের জোর চর্চা হতে চলেছে তা বলাই বাহুল্য। গুজরাতের রাজকোটে হিন্দু ধর্মসভা চলছে। সেখানে উপস্থিত রয়েছেন অন্তত শ'খানেক হিন্দু সন্ন্যাসী। তাদের সঙ্গেই রাম মন্দির নিয়ে রুদ্ধদ্বার বৈঠক হয়েছে বলে খবর। মোহন ভাগবত আশ্বস্ত করেছেন, ২০১৯ সালেই রাম মন্দির নির্মাণের কাজ শুরু হবে।

২০১৯-এই রাম মন্দির! হিন্দু সভার গোপন বৈঠকে আশ্বস্ত করলেন ভাগবত

এই ধর্মসভার আয়োজক অরশ বিধায় মন্দির। এটি রাজকোটে অবস্থিত। হিন্দু ধর্ম সম্বন্ধীয় নানা গুরুত্বপূর্ণ আলোচনা এখানে করা হচ্ছে। তার মধ্যে সর্বাগ্রে রয়েছে রাম মন্দির ইস্যু।

গত মাসে অযোধ্যায় ধর্মসভা হয়েছিল। তার দ্বার জনতার জন্য খোলা ছিল। তবে এখানে জনসাধারণ এমনকী সংবাদমাধ্যমের প্রবেশও নিষিদ্ধ। মোহন ভগবত ছাড়া বিজেপি নেতা রাম মাধব যান। বিজেপি সভাপতি অমিত শাহ ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও এই সভায় অংশ নিয়েছেন।

[আরও পড়ুন: আপনার কম্পিউটারে যেকোনও সময় নজরদারি চালাবে কেন্দ্র, জারি নয়া নির্দেশিকা ][আরও পড়ুন: আপনার কম্পিউটারে যেকোনও সময় নজরদারি চালাবে কেন্দ্র, জারি নয়া নির্দেশিকা ]

গত অক্টোবরে সুপ্রিম কোর্ট অযোধ্যা মামলার রায় পিছিয়ে জানুয়ারিতে করে দিয়েছে। তখন থেকেই বিশ্ব হিন্দু পরিষদ সহ হিন্দু সংগঠনগুলি মন্দির তৈরিতে আইন করতে কেন্দ্রের এনডিএ সরকারের ওপরে চাপ বাড়িয়েছিল। নতুন ঘোষণা করে মোহন ভাগবত যে ফের নরেন্দ্র মোদী ও অমিত শাহের ওপরে চাপ বাড়ালেন তা বলাই বাহুল্য।

English summary
Ram temple construction at Ayodhya will start from 2019, assures RSS chief Mohan Bhagwat
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X