For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দীর্ঘ ২৮ বছর পর রামজন্মভূমিতে পা রাখতেই তিনটি নয়া রেকর্ড গড়লেন মোদী

দীর্ঘ ২৮ বছর পর রামজন্মভূমিতে পা রাখতেই তিনটি নয়া রেকর্ড গড়লেন মোদী

  • |
Google Oneindia Bengali News

দীর্ঘ বিতর্ক, আইনি লড়াই, রাজনৈতিক জট কাটিয়ে অবশেষে অযোধ্যায় বিতর্কিত স্থানে তৈরি হচ্ছে রাম মন্দির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতেই স্থাপন হল রাম মন্দিরের ভিত্তি প্রস্তর। দীর্ঘ ২৮ বছর পর ফের রামজন্মভূমিতে পা রাখতেই তিন তিনটে রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

দীর্ঘ ২৮ বছর পর রামজন্মভূমিতে পা রাখতেই তিনটি নয়া রেকর্ড গড়লেন মোদী

মোদীই দেশের প্রথম প্রধান মন্ত্রী যিনি রামজন্মভূমিতে পা রেখেছেন। পাশাপাশি তিনিই প্রথম যিনি হুনুমান দেবের আশীর্বাদ পেতে এদিন হুনুমানগাড়ি মন্দির পরিদর্শনে যান। এছাড়াও তার আগে দেশের কোনোও প্রধানমন্ত্রীই কোনও মন্দিরের ভূমিপুজোয় অংশ নেননি বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞেরা। তাই অযোধ্যাতে পা রাখতেই দেশের প্রধানমন্ত্রী হিসেবেও একদিনেই তিনটি রেকর্ড গড়ে ফেলেছেন নরেন্দ্র মোদি।

এর আগে রাম মন্দির আন্দোলনের সময়ে শেষবার অযোধ্যায় গিয়েছিলেন নরেন্দ্র দামোদরদাস মোদী। ১৯৯২ সালে শেষ অযোধ্যা সফরকালে ফৈজাবাদের (অযোধ্যা) জিআইসি গ্রাউন্ডে রাম মন্দির আন্দোলনের অন্যতম পুরোধা মুরলি মনোহর জোশীর সাথে একই সমাবেশে বক্তব্য রেখেছিলেন প্রধানমন্ত্রী। এরপরে তিনি রামলালার দর্শনও করেছিলেন। তৎকালীন বিজেপি রাষ্ট্রপতি ডঃ মুরলি মনোহর যোশীর নেতৃত্বে 'তিরঙ্গা যাত্রা'র আহ্বায়কও ছিলেন মোদি। ১৯৯১ সালের ডিসেম্বর থেকে শুরু করে, ১৮ ই জানুয়ারী, ১৯৯২ এ অযোধ্যা পৌঁছেছিলেন তিনি। এই যাত্রা থেকেই কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা খর্ব করতে ৩৭০ ধারা বাতিলের ডাক দেওয়া হয়। গত বছরই দ্বিতীয় বার ক্ষমতায় এই ৩৭০ ধারা বাতিল করে মোদী সরকার। এি ৫ই অগাস্টেই তার বর্ষপূর্তি।

'বাংলাতেও হবে রাম রাজ্য, অপেক্ষা আর কয়েক মাসের', হুঙ্কার রাহুল সিনহার'বাংলাতেও হবে রাম রাজ্য, অপেক্ষা আর কয়েক মাসের', হুঙ্কার রাহুল সিনহার

English summary
Arriving at Ram Janmabhoomi after 28 long years, Modi sets three new records
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X