For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আদৌ কি কাশ্মীর ফিরে পাবে পূর্ণ রাজ্যের মর্যাদা? পণ্ডিতদের কথা মনে করিয়ে যা বললেন রাম মাধব

Google Oneindia Bengali News

জম্মু ও কাশ্মীরের মর্যাদা ফিরিয়ে দিতে চায় বিজেপি। এমনই দাবি করলেন বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক রাম মাধব। নিজের রাজনৈতিক জীবনে চিরকালই লাইমলাইটে থেকেছেন রাম মাধব। আরএসএস-এর মুখপাত্র পদে ২০০৩ সালে দায়িত্বগ্রহণের পর থেকেই আন্তর্জাতিক স্তরেও তাঁকে পরিচিতি পেতে শুরু করেন। এহেন রাম মাধবের কাশ্মীর বিষয়ক এই উক্তি খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

গত বছর রাজ্যের মর্যাদা হারায় জম্মু ও কাশ্মীর

গত বছর রাজ্যের মর্যাদা হারায় জম্মু ও কাশ্মীর

প্রসঙ্গত, ২০১৯ সালের ৫ অগাস্ট জম্মু ও কাশ্মীরের থেকে সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহার করে বিশেষ মর্যাদা খর্ব করা হয়। এরপর সংসদের উভয় কক্ষে বিল পাশ করিয়ে লাদাখ ও জম্মু-কাশ্মীরের পৃথকীকরণের প্রক্রিয়া সম্পন্ন করা হয়। তখন থেকেই জম্মু ও কাশ্মীর রাজ্যের তকমা হারিয়ে কেন্দ্র শাসিত অঞ্চল। সে রাজ্যে নির্বাচন হওয়ার কথা থাকলেও করোনা আবহে তা নিয়ে আর কোনও উচ্চবাচ্য নেই।

বিজেপি চায় যাতে মর্যাদা ফিরে পাক কাশ্মীর

বিজেপি চায় যাতে মর্যাদা ফিরে পাক কাশ্মীর

এদিন এক সাক্ষাৎকারে রাম মাধব জানান, বিজেপির জম্মু ও কাশ্মীর শাখা চায় যে যখন সময় সঠিক হবে তখন রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হোক। তিনি বলেন, 'বিজেপি চায় যে সেই সময় পর্যন্ত জম্মু ও কাশ্মীরে রাজনৈতির নেতারা প্রশাসন ও মানুষের মধ্যে সেতুবন্ধকের কাজ করুক। কিন্তু বর্তমানে সেখানের পিডিপি, ন্যশনাল কনফারেন্স, কংগ্রেসের নেতারা বাড়িতেই বসে আছেন। কিছুই করছেন না।'

কাশ্মীরি পণ্ডিতদের কাশ্মীরে ফিরে যাওয়া নিশ্চিত করতে হবে

কাশ্মীরি পণ্ডিতদের কাশ্মীরে ফিরে যাওয়া নিশ্চিত করতে হবে

তবে কাশ্মীরকে রাজ্যের মর্যাদা কবে ফিরিয়ে দেওয়া হবে? এই প্রশ্নের জবাবে রাম মাধব বলেন, 'যতক্ষণ না সরকার সেখানের পূর্ণ নিরাপত্তা সুনিশ্চিত করতে পারছে, ততক্ষণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া সম্ভব না। কারণ ততদিন কাশ্মীরি পণ্ডিতরা সেখানে ফিরে যেতে পারবেন না। কাশ্মীরি পণ্ডিতদের কাশ্মীরে ফিরে যাওয়া নিশ্চিত যেদিন করতে পারব, সেদিন জম্মু ও কাশ্মীর রাজ্যের মর্যাদা ফিরে পাবে।'

৩৭০ ধারা নিয়ে মানুষরা পজিটিভ

৩৭০ ধারা নিয়ে মানুষরা পজিটিভ

এদিন তিনি আরও বলেন, '৩৭০ ধারা প্রত্যাহারের জেরে সাধারণ মানুষের মধ্যে সেরকম কোনও বিরোধিতা দেখা যায়নি। মানুষ বুঝতে পেরেছে যে এতদিন ধরে ৩৭০ ধারা থাকার জেরেই এখানের উন্নয়ন আটকে ছিল। এই ৩৭০ ধারার জেরেই মানুষ কোনও লাভ পাচ্ছিল না সরকারি প্রকল্পের। কিন্তু এখন সময় বদলেছে। মানুষ অনেক বেশি পজিটিভ এখন।'

<strong>চিনের উপর আরও কড়া নিষেধাজ্ঞা আরোপের পথে ভারত! দিল্লির সিদ্ধান্তে 'অন্ধকার' বেজিংয়ে এখন হাহাকার</strong>চিনের উপর আরও কড়া নিষেধাজ্ঞা আরোপের পথে ভারত! দিল্লির সিদ্ধান্তে 'অন্ধকার' বেজিংয়ে এখন হাহাকার

English summary
Ram Madhav said that BJP wants to return Jammu and Kashmir statehood if Pandits can safely return
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X