For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আন্দোলন চলবে ২ অক্টোবর পর্যন্ত, তারপর...! কেন্দ্রকে কোন হুঁশিয়ারি রাকেশ টিকাইতের

Google Oneindia Bengali News

শান্তিপূর্ণ ভাবে শেষ হল কৃষকদের চাক্কা জ্যাম অভিযান। এবং এই আন্দোলন কর্মসূচি শেষ হতে না হতেই কৃষক নেতা রাকেশ টিকাইত ঘোষণা করে দিলেন যে গাজিপুরে কৃষকরা ২ অক্টোবর পর্যন্ত অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন। এর মধ্যে কেন্দ্রকে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে এই সমস্যা মেটাতে হবে বলে হুঁশিয়ারি দিয়ে দেন রাকেশ টিকাইত। তিনি আজ স্পষ্ট জানিয়ে দেন, দাবি না মানা হলে ফেরত যাওয়ার প্রশ্নই ওঠে না।

এদিন কোনও হিংসার ঘটনা ঘটেনি কোথাও

এদিন কোনও হিংসার ঘটনা ঘটেনি কোথাও

এদিকে গত প্রজাতন্ত্র দিবসের দিন দেশের রাজধানী উত্তাল হয়ে উঠেছিল কৃষকদের ট্রাক্টর মিছিলকে কেন্দ্র করে৷ সেই ঘটনার পুনরাবৃত্তি চায় না কৃষি বিলের বিরুদ্ধে আন্দোলনকারী কৃষকরা৷ তাই এদিন কৃষকদের চাক্কা জ্যাম কর্মসূচি শান্তিপূর্ণ ভাবে করার সিদ্ধান্ত নেওয়া হয়। এবং কৃষক নেতা রাকেশ টিকাইতের ঘোষণা মতোই এদিন কোনও হিংসার ঘটনা ঘটেনি কোথাও।

তিন ঘণ্টা ধরে এই কর্মসূচি চলে

তিন ঘণ্টা ধরে এই কর্মসূচি চলে

এর আগে শুক্রবার টিকাইত জানিয়েছিলেন যে তাঁরা শান্তিপূর্ণ ভাবেই প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন৷ চাক্কা জ্যামও তাই শনিবার দেশজুড়ে শান্তিপূর্ণ ভাবেই হবে৷ তবে দিল্লির কোথাও এই কর্মসূচি পালন করা হবে না বলে তিনি জানিয়েছেন৷ দিল্লির বাইরে তিন ঘণ্টা ধরে এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন রাকেশ টিকাইত৷

উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে কোনও চাক্কা জ্যাম হয়নি

উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে কোনও চাক্কা জ্যাম হয়নি

এদিকে দিল্লি ছাড়া উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে কোনও চাক্কা জ্যাম হয়নি। টিকাইত জানান, তাঁদের কাছে খবর ছিল যে সেখানে দুষ্কৃতীরা হিংসা ছড়ানোর চেষ্টা করবে। তাই সেই রাজ্যগুলিতেও এদিন কোনও চাক্কা জ্যাম কর্মসূচি পালিত হয়নি। এদিকে অবরোধে আটকে পড়াদের জল ও খাবার দেওয়া হয় কৃষকদের তরফে৷

জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে বলে অভিযোগ উঠেছিল

জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে বলে অভিযোগ উঠেছিল

উল্লেখ্য, কৃষকদের সঙ্গে কেন্দ্রের কয়েক দফা আলোচনাও হয়েছে৷ কিন্তু কোনও রফাসূত্র বের হয়নি৷ সুপ্রিম কোর্ট আলোচনার জন্য কমিটিও তৈরি করে দিয়েছে৷ তাতেও এখনও পর্যন্ত কোনও ফল হয়নি৷ উল্টে গত ২৬ জানুয়ারি ট্রাক্টর মিছিলকে কেন্দ্র করে দিল্লিতে কার্যত তাণ্ডব চলে৷ লালকেল্লায় ঢুকে কৃষকরা পতাকা উত্তোলন করেন৷ এতে জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে বলে অভিযোগ ওঠে৷

English summary
Rakesh Tikait said that the farmers will protest at the Delhi-Ghazipur border till October 2
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X