For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তামিলনাড়ুতে আজই ভোট হলে কার ভাগ্যে কী রয়েছে, কী বলছে সমীক্ষা

ইন্ডিয়া টুডে ও কার্ভি ইনসাইটস ওপিনিয়ন পোল অনুযায়ী ২০১৮ সালে তামিলনাড়ুতে ভোট হলে এআইএডিএমকে মাত্র ২৬ শতাংশ ভোট শেয়ার পাবে। যা আগের বারের ভোট শতাংশের অর্ধেক।

  • |
Google Oneindia Bengali News

ইন্ডিয়া টুডে ও কার্ভি ইনসাইটস ওপিনিয়ন পোল অনুযায়ী ২০১৮ সালে তামিলনাড়ুতে ভোট হলে এআইএডিএমকে মাত্র ২৬ শতাংশ ভোট শেয়ার পাবে। যা আগের বারের ভোট শতাংশের অর্ধেক।

তামিলনাড়ুতে আজই ভোট হলে কার ভাগ্যে কী রয়েছে

রাজ্যের ৭৭টি বিধানসভা আসনে এই ওপিনিয়ন পোল করা হয়েছে। তামিলনাড়ুর ভোট রয়েছে ২০১২ সালে। তবে এবছর ভোট হলে কি হতে পারে তা নিয়েই মূলত আগ্রহ ছিল বেশি।

গত একবছরে তামিলনাড়ুর রাজনীতি অনেকটা পাল্টে গিয়েছে। জয়ললিতার প্রয়াণ, শশীকলার জেলযাত্রা, এআইএডিএমকে-র ঝামেলা ও শেষে মিলন ও সর্বোপরি কামাল হাসান ও রজনীকান্তের মতো সুপারস্টারের রাজনীতিতে প্রবেশের ঘোষণা। তামিলনাড়ু রাজনীতি এক পালাবদলের মধ্যে দিয়ে চলছে।

তামিলনাড়ুতে আজই ভোট

এই অবস্থায় এখন ভোট হলে এআইএডিএমকে ৬৮টি আসন পাবে। ভোট শেয়ার হবে মাত্র ২৬ শতাংশ। এদিকে ডিএমকে ও তার জোটসঙ্গীরা ১৩০টি আসন পেতে পারে। ভোট শেয়ার পেতে পারে ৩৪ শতাংশ।

কী বলছে সমীক্ষা

রজনীকান্ত ভোটে লড়লে তার পার্টি ৩৩টি আসন জিততে পারে। ভোট শেয়ার পেতে পারে ১৬ শতাংশ। অতএব রজনী কোনওভাবেই তামিলনাড়ুতে ক্ষমতা দখল করতে পারবেন না। এমনটাই উঠে আসছে ইন্ডিয়া টুডের সমীক্ষায়।

English summary
Rajinikanth to get 16% vote share if election conducted in 2018, says opinion poll
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X