For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জমি কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন সনিয়া গান্ধীর জামাই, কী বললেন রবার্ট ভঢরা

রাজস্থান সরকার যত পারে তাঁকে হেনস্থা করুক, কিন্তু কোনও ফল হবে না, জমি কেলেঙ্কারিতে সিবিআই তদন্তের প্রসঙ্গে ফেসবুকে দাবি রবার্ট ভঢরার

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

রাজস্থান সরকার তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ুক, তাঁকে যতরকমভাবে সম্ভব হেনস্থা করুক তা সত্ত্বেও জমি কেলেঙ্কারি নিয়ে কিছুই পাবে না। ফেসবুকে পোস্ট করে রাজস্থান সরকারকে এমনই বার্তা দিলেন সনিয়া গান্ধীর জামাই রবার্ট ভঢরা।

জমি কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন সনিয়া গান্ধীর জামাই, কী বললেন রবার্ট ভঢরা

সংবাদসংস্থা পিটিআই সূত্রে মঙ্গলবারই জানা গিয়েছে, রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে জমি কেলেঙ্কারি নিয়ে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। এই জমি কেলেঙ্কারিতেই জড়িয়ে রয়েছে রবার্ট ভঢরার একটি সংস্থার নামও। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী গুলাব চাঁদ মঙ্গলবারই অভিযোগ করেছেন, ২০১০ সালে বেআইনিভাবে কেনা ২৭৫ বিঘা জমি তৃতীয় পার্টি হিসেবে কিনেছিল রবার্ট ভঢরার সংস্থা। ২০১২ সালে সেই জমি চতুর্থজনকে বিক্রি করে তাঁর সংস্থা।

বুধবার সনিয়া গান্ধীর জামাই ফেসবুক পোস্টে বলেন, তাঁকে কালিমালিপ্ত করতে ফের চেষ্টা করছে রাজস্থান সরকার। ২০১৪ সালে এফআইআর দায়েরের পর তিন বছরে চার্জশিট দাখিল করা হয়েছে, বহুবার নথি চাওয়া হয়েছে তাঁর কাছে কিন্তু কিছুই পাওয়া যায়নি। এরপর ইডিকেও লেলিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তাতেও কিছুই প্রমাণ করতে পারেনি তারা।

সব চেষ্টা ব্যর্থ হওয়ায় এবার তাঁর বিরুদ্ধে সিবিআই লাগানো হচ্ছে বলে অভিযোগ করেছেন রবার্ট ভঢরা। কিন্তু তাতেও রাজস্থান সরকার বা কেন্দ্রের বিজেপি সরকার কিছুই করতে পারবে না দাবি করেছেন রবার্ট ভঢরা।

English summary
Rajasthan government can harass him as much as they can, says robert vadra about possible cbi inquiry into alleged land scam
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X