For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আন্দামান নিকোবরে বর্ষার আগাম আগমন,কেরলেও আগেই ঢুকছে বর্ষা

নির্দিষ্ট সময়ের তিন দিন আগেই আন্দামান ও নিকোবরে এসে পৌঁছল দক্ষিণ-পশ্চিমী মৌসুমী বায়ু। আবহাওয়া দফতর এই খবর জানিয়েছে।

Google Oneindia Bengali News

নির্দিষ্ট সময়ের তিন দিন আগেই আন্দামান ও নিকোবরে এসে পৌঁছেছে দক্ষিণ-পশ্চিমী মৌসুমী বায়ু। আবহাওয়া দফতর এই খবর জানিয়েছে। জাতীয় আবহাওয়া দফতরের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব অংশ, নিকোবর দ্বীপপুঞ্জ, গোটা দক্ষিণ আন্দামান সাগর এবং উত্তর আন্দামান সাগরের একাংশে দক্ষিণ-পশ্চিমী মৌসুমী বায়ু ঘনীভূত ও জোরদার হয়েছে ।

কেরলেও এবছর বর্ষা আগাম আসবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সাধারণত জুনের প্রথম সপ্তাহেই কেরলে বর্ষা ঢুকে যায়। তবে এবছরে তার আগেই বর্ষা ঢুকবে বলে মনে করা হচ্ছে।

আন্দামান নিকোবরে বর্ষার আগাম আগমন,কেরলেও আগেই ঢুকছে বর্ষা বলছে পূর্বাভাস

বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব অংশ, গোটা দক্ষিণ আন্দামান সাগর এবং উত্তর আন্দামান সাগরের একাংশে দক্ষিণ-পশ্চিমী মৌসুমী বায়ু ঘনীভূত ও জোরদার হওয়ায় এই অঞ্চলের আকাশে ঘন মেঘ জমে রয়েছে এবং যথেষ্ট পরিমাণে বৃষ্টি হচ্ছে। তাইই বর্ষার আগাম আসার বার্তা দিচ্ছে বলে ধারণা আবহাওয়া দফতরের।

গত বছর জাতীয় আবহাওয়া দফতর মনে করেছিল যে দেশে বর্ষমের পরিমাণ সাবাভাবিকের থেকে বেশি হবে। তবে পর দেখা যায়, ততটা বর্ষণ দেশ জুড়ে হয়নি। ফলে গত বছর বর্ষমের মাত্রা ছি স্বাভাবিক। এবছরে স্বাভাবিক বর্ষণ হবে বলেই ধারণা আবহাওয়াবিদদের।

English summary
The southwest monsoon is likely to arrive over the Kerala coast earlier than the first week of June, which is usual, as the India Meteorological Department on Sunday said rains have advanced to the south Andaman Sea and the Nicobar Islands.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X