For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রেলের নজরদারি ক্যামেরার টেন্ডার থেকেও সুবিধা লুটেপুটে নিতে পারে চিনা সংস্থা! জল্পনা বাড়তেই পদক্ষেপ

  • |
Google Oneindia Bengali News

এদেশে অবস্থিত প্রায় প্রতিটি চিনা সংস্থা আপাতত প্রবল চিন্তায়। একের পর এক সরকারি প্রজেক্ট থেকে চিনা সংস্থাগুলিকে বাদ দিতে শুরু করে দিয়েছে সরকার। এমন পরিস্থিতিতে রেল আগেই জানিয়েছিল যে চিনা সংস্থার সঙ্গে তারা কোনও কাজ করবে না । কিন্তু বিপত্তি হল রেলের সাম্প্রতিক টেন্ডার ঘিরে ।

 টেন্ডার বিভ্রাট

টেন্ডার বিভ্রাট

কয়েকদিন আগে থার্মাল ক্যামেরার জন্য রেল একটি টেন্ডার ডেকেছিল। তাতে থার্মাল ক্যামেরা সম্পর্কে কয়েকটি স্পেশিফিকেশন উল্লেখ করা ছিল। আর এই স্পেশিফিকেশন নিয়েই শুরু বিভ্রাট।

চিনকে ঘিরে সন্দেহ?

চিনকে ঘিরে সন্দেহ?

রেল জানিয়েছিল , যে সমস্ত থার্মাল ক্যামেরা নজরদারি শরীরের তাপমাত্রা আঁচ করতে নিতে পারে, মাস্ক কারা পরেননি তাঁদের ধরে ফেলা যাবে, সেরকম ক্যামেরা ভারতীয় রেলের জন্য প্রয়োজন। আর তারপরই অনেকে জানান, এই চাহিদার তথ্যগুলি প্রকাশ্যে আসায় বহু চিনা সংস্থা লাভবান হতে পারে। তারা হাতিয়ে নিতে পারে এই সমস্ত স্পেশিফিকেশন ঘিরে তথ্য , যা তাদের পণ্য নির্মাণ কাজে সুবিধা দেবে।

ভারতের সিসিটিভি মার্কেটে একচেটিয়া চিন!

ভারতের সিসিটিভি মার্কেটে একচেটিয়া চিন!

ভারতের সিসিটিভি ক্যামেরার বাজারে এই মুহূর্তে একছত্র প্রতিপত্তি চিনা সংস্থা হাইকভিশনের। বিশ্বের তাবড় সিসিটিভি নির্মাণকারী সংস্থার মধ্যে অন্যতম এই সংস্থা। মনে করা হচ্ছিল যে এই সংস্থাটি ভারতীয় রেলের ক্যামেরার কী কী প্রয়োজনীয়তা রয়েছে , সে তথ্য হাতিয়ে সেরকমই ক্যামেরা কম দামে নির্মাণ করে বাজারে রমরমা ফেলতে পারে। আর তা আটকাতেই আপাতত বদ্ধপরিকর রেল।

 রেলের পদক্ষেপ

রেলের পদক্ষেপ

আপাতত ওই টেন্ডার বাতিল করেছে রেল। এবার তারা ওপেন এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট -এর ডাক দেওয়ার পথে এগিয়ে যেতে চায়।

 ১০৯ জোড়া রুটের প্যাসেঞ্জার ট্রেনের বেসরকারিকরণ! মোদী সরকারকে কড়া আক্রমণ অধীরের ১০৯ জোড়া রুটের প্যাসেঞ্জার ট্রেনের বেসরকারিকরণ! মোদী সরকারকে কড়া আক্রমণ অধীরের

English summary
Railways scraps thermal camera tender as it can help Chinese form in specifications
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X