For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ট্রেনের টিকিটের দামে 'ডিসকাউন্ট' দেওয়ার ভাবনা ভারতীয় রেলের, জানুন বিস্তারিত

এয়ারলাইন্স ও হোটেল পরিষেবার মতো এবার ভারতীয় রেল-এর টিকিট পরিষেবায় চালু হতে চলেছে ডিসকাউন্ট বা 'ছাড়'-এর সুযোগ।

  • |
Google Oneindia Bengali News

এয়ারলাইন্স ও হোটেল পরিষেবার মতো এবার ভারতীয় রেল-এর টিকিট পরিষেবায় চালু হতে চলেছে ডিসকাউন্ট বা 'ছাড়'-এর সুযোগ। যদি কোনও রুটে ট্রেনগুলিতে সিট বুকিং এর পরিমাণ কম থাকে, তাহলে সেই ট্রেন্র টিকিটের ক্ষেত্রে এই ছাড় মিলবে বলে জানা গিয়েছে। ফ্লেক্সি ফেয়ার স্কিমের জন্য় একটি ৬ সদস্য়ের কমিটি বসিয়ে বিষয়টি পর্যালোচনা করার প্রস্তাব দিয়েছে রেলওয়ে বোর্ড।

ট্রেনের টিকিটের দামে 'ডিসকাউন্ট' দেওয়ার ভাবনা ভারতীয় রেলের, জানুন বিস্তারিত

রেলমন্ত্রী গোটা বিষয়টি নিয়ে সাংবাদিকদের জানিয়েছেন , যেভাবে হোটেল ও এয়ারলাইনে একজন ব্যাক্তি 'ছাড়' বা 'ডিসকাউন্ট' পেয়ে থাকেন, সেভাবেই রেলের টিকিটের ক্ষেত্রেও ছাড় মিলবে। তবে সাধারণত যে সমস্ত রুটের ট্রেনে ভিড় কম থাকে সেই রুটের ট্রেনের টিকিটেই এই ছাড় পাওয়া যাবে। উল্লেখ্য, রেল টিকিটের ভাড়া বাড়ানোর বিষয়ে ভাবনা চিন্তা শুরু করলেও, টিকিট-এর দামে ছাড় দিয়ে প্রয়োজনীয় আয়ের অঙ্ক ঘরে তোলার বিষয়ে আশাবাদী পীযূষ গোয়েল।

প্রসঙ্গত, রেল পরিষেবায় ডায়নামিক প্রাইসিং বা চাহিদা অনুযায়ী টিকিটের দামের ওঠানামা চালু হতেই ক্রমাগত উর্ধমুখী হয় রাজধানীর মতো ট্রেনের টিকিটের দাম। যা বিমানের টিকিটের দামকেও ছাড়িয়ে গিয়েছে। ফলে বহু গ্রাহককে খোয়য় ভারতীয় রেল। এরপর থেকেই আয় বাড়াতে সচেষ্ট হতে শুরু করেছে ভারতীয় রেল।

English summary
Like airlines and hotels, you may soon get discount on your train ticket booking if the train is not full. The Railway Board has formed a six-member committee to review a flexi-fare scheme, which will give discounts on tickets if trains are not fully booked, The Railway Minister Piyush Goyal said on Saturday. The national transporter is studying a model of dynamic pricing offered by airlines and hotels, the minister said.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X