For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যের সঙ্গে বৈঠকে বসার আগেই বড় সিদ্ধান্ত নিল রেল, ভিড় সামলাতে নতুন পদক্ষেপ

রাজ্যের সঙ্গে বৈঠকে বসার আগেই বড় সিদ্ধান্ত নিল রেল, ভিড় সামলাতে নতুন পদক্ষেপ

Google Oneindia Bengali News

করোনা সংক্রমণের মধ্যেই লোকাল ট্রেন চালানো নিয়ে রাজ্যের দাবি মানল রেল। নবান্নে বৈঠকের আগেই লোকাল ট্রেনের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। গত সপ্তাহে ভিড় কমাতে লোকাল ট্রেন বাড়ানোর অনুরোধ জানিয়েছিল রাজ্য সরকার। সেই অনুরোধ মেনেই ১৮১টি লোকাল ট্রেনের পরিবর্তে ৬৯৬টি লোকাল ট্রেন চালানোর সিদ্ধন্ত নিয়েছে পূর্ব রেল।

বুধবার থেকে চলবে লোকাল ট্রেন

বুধবার থেকে চলবে লোকাল ট্রেন

অবশেষে বুধবার থেকে রাজ্যে চালু হতে চলেছে লোকাল ট্রেন পরিষেবা। করোনা মহামারীর কারণে দীর্ঘ ৬ মাসেরও বেশি সময় ধরে বন্ধ ছিল লোকাল ট্রেন পরিষেবা। এতে চকম রুটিরুজি সংকটে পড়েছিলেন রেলের হকার এবং নিত্য যাত্রীরা। স্টাফ স্পেশাল ট্রেনে চড়া নিয়ে বিক্ষোভ আন্দোলনের পর অবশেষে লোকাল ট্রেন চালাতে সম্মত হয় রেলওয়ে। রাজ্য সরকারের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হয় বুধবার থেকেই চলবে লোকাল ট্রেন।

বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ছে ট্রেনের সংখ্যা

করোনা পরিস্থিতিতে লোকাল ট্রেন চালানো বড় চ্যালেঞ্জ রেলের কাছে। তাই প্রথম থেকেউ ভিড় সামাল িদতে লোকাল ট্রেনের সংখ্যা বাড়ানোর কথা বলেছিল রাজ্য সরকার। কিন্তু গত বৈঠকে ১৮১জোড়া লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয় পূর্ব ও দক্ষিণ পূর্ব রেল। এই নিয়ে সোমবার ফের বৈঠকে বসার কথা রাজ্যের সঙ্গে। তার আগেই রাজ্যের দাবি মেনেই লোকাল ট্রেনের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। মোট ৬৯৬টি লোকাল ট্রেন চালানো হবে বলে জানিয়েছে পূর্ব রেল। দক্ষিণ পূর্ব রেল চালাবে ৮১টি। শিয়ালদহ ডিভিশনে চলবে ৪১৩ টি ট্রেন। হাওড়া ডিভিশন চালবে ২০২টি ট্রেন।

কোন শাখায় কত ট্রেন

কোন শাখায় কত ট্রেন

শিয়ালদহ ডিভিশন ৪১৩টি ট্রেনের মধ্যে কৃষ্ণনগর শাখায় চলবে ২২টি। নৈহাটি রুটে ১০টি। রানাঘাট-লালগোলা রুটে ১০টি। হাসনাবাদের দিকে ২৬টি। বারাসত-দত্তপুকুর শাখায় ৮টি। শান্তিপুর রুেট ১৪টি। কল্যাণী সীমান্ত শাখায় ১৪টি। ব্যারাকপুর রুটে ১৮টি। ডানকুনি-বারুইপুর শাখায় ৩২টি। রানাঘাট-গেদে শাখায় ২৪টি। রানাঘাট রুটে ১৩টি। বনগাঁ শাখায় ৩৯টি। রানাঘাট-বনগাঁ শাখায় ১৭টি।

শিয়ালদহ দক্ষিণ শাখায় কটা ট্রেন

শিয়ালদহ দক্ষিণ শাখায় কটা ট্রেন

এছাড়া শিয়ালদহ দক্ষিণ শাখা বজবজ জন্যে ২৭টি ট্রেন। ক্যানিং রুটে ৩১টি। ডায়মন্ড হারবার শাখায় ২৪টি। লক্ষীকান্তপুর-নামখানা শাখায় ২১টি। সোনারপুর শাখায় ১৯টি। বারুইপুর শাখায় ২১টি। হাওড়া ডিভিশনে শেওড়াফুলি শাখায় ১৪টি, শ্রীরামপুর শাখায় ৬টি, সিঙ্গুর শাখায় ২টি, হরিপাল শাখায় ২টি।১৯টি লোকাল চলবে তারকেশ্বর শাখায়। ব্যান্ডেল শাখায় ৩৮টি। বর্ধমান মেইন লাইনে ২০ ও কর্ড লাইনে ২২ টি।

বহিষ্কৃত নেতাকে মঞ্চে বসিয়ে সভা মন্ত্রীর! তৃণমূলের দলীয় কোন্দলে নেতৃত্বের রাশ কি আলগা,জল্পনা তুঙ্গেবহিষ্কৃত নেতাকে মঞ্চে বসিয়ে সভা মন্ত্রীর! তৃণমূলের দলীয় কোন্দলে নেতৃত্বের রাশ কি আলগা,জল্পনা তুঙ্গে

English summary
Railway took new step to controll passengers rush in Local train
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X